Author: মিজানুর রহমান মিরান
Posted in Uncategorized
একটা নীল দেয়ালের ঐপাশে আটকে থাকা আমার বন্ধু অরিন্ধম।
Author: মিজানুর রহমান মিরান Published Date: আগস্ট ৬, ২০১৭
অরিন্ধম, অনিমা দিদি এখন কেমন আছে বলবি? সে’বার যখন তোদের কি এক পার্বণে তোদের বাসায় ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন হয়েছিলো। অনিমা দিদি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলো, আর আমি তন্ময় হয়ে গালে দু’টো হাত রেখে শুনছিলাম নিরব শ্রোতা হয়ে। তখন কতই বা বয়স! আমি দিদিকে বলেছিলাম “দিদি, বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো”!…
কু ঝিক ঝিক