Author: বিশ্বজিৎ বিশ্বাস
Posted in কবিতা
বোবা “ব”
Author: বিশ্বজিৎ বিশ্বাস Published Date: আগস্ট ৬, ২০১৭
বিচারের “ব” নেই! রক্তের দাম নেই! নেই কিছু আর এই ভাংড়িওয়ালীর দেশে। আছে চাপা ক্ষোভ আর বিশদ কান্না! জমে ঘৃণার ছদ্মবেশে।
Posted in সাহিত্য
জিজ্ঞাসা!
Author: বিশ্বজিৎ বিশ্বাস Published Date: আগস্ট ১, ২০১৭
এক আকাশের নিচে থেকে, একই মায়ের গন্ধ মেখে; কাফের তোমার নাম। তুমি মালু!হিন্দু আদমি! পাচ্ছ না তাই দাম। বিভেদ আছে বর্ণে-রক্তে, বিভেদ আছে বিষে! বিভেদ আছে কিতাব জুড়ে। ওদের রক্তে মিশে। ফতোয়া দেয়!ফতোয়া দেয়! মূর্তি ভেঁঙে ছাপ কর। মূর্তি পূজা হাারাম সে তো! পূজারীদের বধ কর। এ কোন দেশ!কেমন ভূমি।…
Posted in কবিতা
এখন
Author: বিশ্বজিৎ বিশ্বাস Published Date: জুলাই ৩০, ২০১৭
এখন কবিতায় দ্রোহ নামুক- মিসাইল তীব্রতায়, এখন হৃদয়ে গোলাপ ফুটুক; প্রেমের ক্ষিপ্রতায়। এখন ধরণী সবুজেই ঢাকুক নগর যন্ত্রণায়; এখন কীটেরা জেগেই উঠুক আত্ম সাধনায়! এখন শব্দে প্রতিবাদ নামুক- বাঁচার প্রত্যাশায়; এখন কলম গর্জে উঠুক। নতুন ধোঁওয়াশায়। এখন ফতোয়াবাজেরা প্রেমিক হোক! আত্মঘাতী নয়। এখন মানব ধর্মই ধর্ম হোক! হোক সাম্যবাদের জয়।
কু ঝিক ঝিক