Author: সারোক শিকদার
Posted in কবিতা
মাটির যে বৃক্ষ আগুন গিলে রাখে
Author: সারোক শিকদার Published Date: নভেম্বর ২৫, ২০১৬
যেহেতু শরীর মাটির সেহেতু আমি একখণ্ড স্যাঁতস্যাঁতে ভূখণ্ড কিলবিলে কেঁচো একে অন্যকে স্পর্শ করে মাড়িয়ে- আমার হাড়ের ভেতর পূর্বপুরুষের জীবাশ্ম খায়। এমন ভয়ানক দৃশ্যের কাছে দার্শনিকেরাও ফেলেনি নোঙর। বাতাসে মেশা আমার পচনের তিব্রতায় নাক ঢাকা দিয়ে এ জ্যোতিষ্ক ছেড়ে গেলো। ঈশ্বর আর আমি এখন একসাথেই সমুদ্রে বেড়াতে যাবার স্বপ্ন দেখি……
কু ঝিক ঝিক