Author: টুকাইন্না পোলা
Posted in কবিতা
মায়াবতী
Author: টুকাইন্না পোলা Published Date: জুলাই ২৯, ২০১৬
সেদিন বৃষ্টি ছিল, মেঘের কালো ছায়ায় হারিয়ে যাওয়া নীল আকাশটায় অনেক কষ্ট গুমোট পরিবেশটায় কে যেন ঠিক পা দুলিয়ে শান্তির শান্ত ধারায় একরাশ মুগ্ধতায় কষ্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আকাশপানে তাকিয়ে ছিল। হ্যা, সে এক অনন্যা, সে এক রাগকুমারী, সে মায়াপুরীর মায়াবতী, নীলকন্যা তার হাসিতে ফুল ফুটে যায় পৃথিবীর উত্তরে গুঞ্জন…
কু ঝিক ঝিক