Author: ফিনিক্স
Posted in কবিতা
অদ্ভুত আমরা
Author: ফিনিক্স Published Date: আগস্ট ২০, ২০১৬
ইট,কাঠ, পাথুরে দেয়াল,বিজলী বাতি; শহুরে জৌলুসে ডুবে আছো বন্ধু, পুরোটা চোখ মেলে কখনো কি তাকাও দিগন্তের পানে? রঙ্গিন চশমার আড়াল ভাঙ্গতে পারলে দেখতে কীভাবে পৃথিবীর যৌবন ক্ষয়ে ক্ষয়ে যায়, বিষাক্ত কীটেদের দংশনে রক্তাক্ত হয়; গরল ছড়িয়ে পড়ে চারপাশে। তুমি,আমি দুপেয়ে দৈত্যদের হোলিখেলা দেখি দিনের পর দিন চুপ করে থাকি,সময়ে সয়ে…
Posted in কবিতা
যত আছে কাতরতা
Author: ফিনিক্স Published Date: জুলাই ১৫, ২০১৬
এক লক্ষ্ণী প্যাঁচা তারস্বরে চেঁচায় শিমুলের ডালে জানিয়ে দিতে নির্বাক রাত্রির দুঃখ -ব্যথা ও দেখেছে যামিনীর কাতরতা আর শুনেছি আমি…. অভিমানীর হৃদে পাথর চাপানো যত উপকথা। ও নিশী, দুঃখ করো না প্রকৃতি ছলনাময়ী তাও তো রেখেছে ভাষা সরব,নীরব দুভাবেই ব্যক্ত তোমার অপূর্ণ সব আশা। আমার কথা ভাবো, মুখে বালিশ চেপে…
কু ঝিক ঝিক