Author: কফিল উদ্দিন মোহাম্মদ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন যৌক্তিক
প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসু’র মতো রাকসু-চাকসু নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। ডাকসু-কে দেশের দ্বিতীয় সংসদ হিসাবে বিবেচনা করা হলেও ’৯১-তে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে শুরুতেই ডাকসু সহ প্রায় সকল ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেয়। অতীতের স্বৈরশাসকরা যা করতে পারেনি,…
বিএনপি যে দিকে যায়, ভরসারা সব অভিশাপ হয়ে যায়!
২০০১-০৬ পর্যন্ত ক্ষমতা থাকাকালীন সময়ে বিএনপি শুধু নিজেদের পকেট ভরাতে মনোনিবেশ করেছিল। ছাত্রদলের নেতারা ভর্তিবানিজ্যে মেতে থেকে নিজেদের আন্দোলন করার শক্তিতে মরিচা ফেলে দিয়েছিল। যার ফলাফল ১/১১-এর সরকার গদি দখলের সাথে সাথে ছাত্রদলের নেতাকর্মীরা হয়েছে ক্যাম্পাস ছাড়া, বড় দূর্নীতিবাজরা হয়েছে দেশছাড়া! আওয়ামীলীগের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি’র একমাত্র ভরসা হয়ে উঠে রগকাটা…
নির্বাচনী হালচাল
১ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দলই অংশ নিচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত। যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বেশিরভাগ দলই বর্জন করেছিল। সেই দলগুলোর কাছে আমার প্রশ্ন, ২০১৪ সালের তুলনায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পরিবেশে কি খুব একটা হেরফের হয়েছে? আমার তো মনে হচ্ছে…
দলীয়বৃত্তে হারিয়ে গেছে আমাদের প্রতিবাদের ভাষা
সৌদি আরব যখন ইয়ামেনে বোমা হামলা চালিয়ে নীরিহ মানুষকে হত্যা করে, তখন খুব একটা জোরালো প্রতিবাদ হয় না। কারণ মুসলমানের হাতে মুসলমান মরাটা এদেশীয়দের কাছে তেমন প্রতিবাদ করার মতো কোন ইস্যু হয়ে দাঁড়ায় না। তেমনি এদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অনেকে সোচ্চার হলেও, আওয়ামীলীগের নারীনেত্রী/কর্মীর প্রতি আওয়ামীলীগের…
দেশের রাজা পুলিশ, পুলিশের রাজা ডিবি পুলিশ
আমাদের দেশের পুলিশ ‘ডেঞ্জারাস’, পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা আরও বেশি ‘ডেঞ্জারাস’! বিশেষ করে র্যাুব আর ডিবি কতটা ‘ডেঞ্জারাস’ সেটা দেশবাসী ভালই জানেন। স্বাভাবিক নিয়মে পুলিশকে কারো বাসায় তল্লাশি করার জন্য ‘সার্চ ওয়ারেন্ট’ প্রদর্শন করতে হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে তার পরিচয়পত্র প্রদর্শন করা আবশ্যকীয়। কিন্তু ডিবি’র…
টাকা ছাড়া দুনিয়া চলে না
পকেট যখন ফাঁকা থাকে মনে তখন শান্তি থাকে না! মনে যখন অশান্তি বাসা বাঁধে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটিকেও কুৎসিত মনে হয়। আবার মনে শান্তি থাকলে কুৎসিত বস্তুর মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। পকেটে টাকা থাকলে, মনে অশান্তি জন্মালেও হাওয়া বদলের জন্য ঘুরে আসা যায় সিঙ্গাপুর কিংবা সুইজারল্যান্ড! আর পকেট ফাঁকা…
ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন সফল হোক
এবারের ছাত্রলীগের সম্মেলনে নেতৃত্ব বাছাই প্রক্রিয়াকে একটা আপদকালীন ব্যবস্থা বলা যেতে পারে। কিন্তু এই প্রক্রিয়া চলমান রাখা মোটেই সুখকর বা কল্যাণকর কোন বিষয় নয়। এই আপদকালীন ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে আগের মতো ব্যালটে নেতৃত্ব নির্বাচন করতে হলে ছাত্রলীগে ফিল্টারিং জরুরি। যেই আসবে সেই ছাত্রলীগ হয়ে যাবে, এই ধারনা থেকে বের…
২০১৩ থেকে ২০১৮ঃ হেফাজতের কাছে রাষ্ট্রের নতিস্বীকার
৫ মে ২০১৩, দোয়া করার নাম করে সারাদেশ থেকে মাদ্রাসা ছাত্র আর অনুসারীদের জড়ো করে রাজধানীর মতিঝিল এলাকা দখলে নেয় হেফাজতে ইসলাম। সময় যতো গড়িয়েছে তাদের দখল করা এলাকার সীমানা আরো বিস্তৃত হয়েছে। মতিঝিল থেকে পুরানা পল্টন, দিনভর তান্ডবলীলা চালিয়েছে হেফাজতের লোকজন। রাস্তার গাছ কেটেছে, বায়তুল মোকাররম মসজিদের মার্কেটে লুট…
আওয়ামীলীগের উন্নয়নের ফিরিস্তি
বিএনপি’র ভারপাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়াকে বলা হয় ‘বাংলার দূর্নীতির বরপুত্র’। অনেকেই তাকে ‘মিস্টার ১০%’ বলেও সম্ভোধন করেন। এই সরকারের আমলে ১০%-এর ও উন্নয়ন হয়েছে। আগে ছিলো এক তারেক, এক হাওয়া ভবন। উন্নয়নের জোয়ারে এখন হাজারো তারেক আর পুরো দেশই যেন হাওয়া ভবনে পরিণত হয়েছে। তারেককে নিন্দুকেরা খাম্বা জিয়া বলে। কারেন্টের…
খালেদা জিয়ার রায় জনমনে কতটা গ্রহণযোগ্যতা পাবে?
ব্যাংকলুটের হোতাদের বহাল তবিয়তে রেখে, শেয়ারবাজারের কেলেঙ্কারির হোতা দরবেশ বাবাকে খুশি রেখে, দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী তথা বিরোধী রাজনৈতিক নেতাকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করা প্রশ্নবিদ্ধ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
কু ঝিক ঝিক