Posted in Uncategorized

পাড়া গাও

পাড়া গাও -শুভ মালাকার আমার একটি ছোট্ট পাড়া, স্বচ্ছ-সলিলার তীরে। সকাল, সন্ধ্যা-গান শুনি আমি, মাঝি-মাল্লার শুরে। সুজলা-সুফলা, শস্য-স্যামলা, স্বচ্ছ-সলিলার তীর। মনে হয় আমার সেই পাড়াটা, ছোট্ট একটি নীড়। বাস করি মোরা সকলে মিলে, মনের সখাঁরিতে। বাঁচিব আমি মৃত্যুর পূর্ব, পাড়া বাসীদের সাথে।

বিস্তারিত পড়ুন... পাড়া গাও