Author: ছোট লংকা
আমার ঘর ছাড়ার গল্প
১১ বছর বয়সের এক বিকেলে বুকে কারো হাতের বিচরন টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠি ,ঘুম ভেঙ্গে যার মুখ দেখলাম তারজন্য আমি প্রস্তুত ছিলামনা ,কয়েক সেকেন্ড সময় লেগে গেল বিশ্বাস করতে যে আমারি চাচাত ভাই যাকে কিনা আমার আইডল ভাবতাম ,যার হাতের লেখা আমি নকল করার প্রানপণ চেষ্ঠা করতাম ,চেষ্টা…
তোমার সম্মান রক্ষার দায়িত্ব তোমাকেই নিতে হবে, সতরাং কৌশলী হও ।কুকুররে হাত থেকে বাঁচতে / বাঁচাতে প্রয়োজনে কুকুর হও ।
২০১১ সালের ঘটনা , বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ফার্মগেট ,গন্তব্য খিলক্ষেত , পাশে আরো দুজন স্কুল ড্রেস পড়া মেয়ে দাঁড়ানো , তাদের গন্তব্য একই রোডে , ,একেরপর এক বাস আসছে আর চলে যাচ্ছে ,প্রচন্ড ভিড়ের কারনে উঠতে পারছিনা , যথাসময়ে গন্তব্যে ফিরতে নাপারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে , যে…
নারী পুরুষ থেকে তোমরা মানুষ হবে কবে ?
ধর্ষনের কারন হিসেবে যারা পোশাককে দ্বায়ী করেন তাদের কাছে আমার প্রশ্ন ৭ বছর বয়সী “ছোট্ট লঙ্কার ” পড়নে কি এমন আপত্তিকর পোশাক ছিল যা দেখে তার বাবার বন্ধুর( যাকে বাবার মতই শ্রদ্ধা করতো বাচ্চা মেয়েটি ) কাম বাসনা জাগতে পারে ? তার শরীরে কি এমন যৌনউত্তেজনাকর জিনিস ছিল যা দেখে…
কু ঝিক ঝিক