ত্বকী কে নিয়ে পোস্ট লিখতে ইচ্ছে করে কিন্তু হাত কাঁপে সবসময় । কি লিখব ? কি লিখা যায় ? কি জানি ? কি জানায় ?
আমি কিছু জানি না । ত্বকী কে যখন দুর্বৃত্তরা ধরে নিয়ে গেল ত্বকী কি ভেবেছিল জানি না । পিশাচরা যখন ত্বকি কে মারছিল ত্বকি বিহ্বল দৃষ্টি কি বলছিল জানি না । কতটুকু অবাক হয়েছিল ত্বকি ? কেমন নিষ্ঠুর লেগেছিল তার পৃথিবী টা ? ত্বকির বয়সী ছেলেরা পৃথিবীটা কে অনেক ভালবাসে । মানুষ কে অনেক ভালবাসে । মৃত্যুর আগে নিশ্চয় এগুলো কর্পূরের মত উবে গিয়েছিল । ঘৃনাভর একটা অনুভূতি ছিল তার চলে যাওয়ার আগে ! অবশ্যই এবং অবশ্যই ।
ত্বকী কে নিয়ে পোস্ট লিখতে ইচ্ছে করে কিন্তু হাত কাঁপে সবসময় । কি লিখব ? কি লিখা যায় ? কি জানি ? কি জানায় ?
আমি কিছু জানি না । ত্বকী কে যখন দুর্বৃত্তরা ধরে নিয়ে গেল ত্বকী কি ভেবেছিল জানি না । পিশাচরা যখন ত্বকি কে মারছিল ত্বকি বিহ্বল দৃষ্টি কি বলছিল জানি না । কতটুকু অবাক হয়েছিল ত্বকি ? কেমন নিষ্ঠুর লেগেছিল তার পৃথিবী টা ? ত্বকির বয়সী ছেলেরা পৃথিবীটা কে অনেক ভালবাসে । মানুষ কে অনেক ভালবাসে । মৃত্যুর আগে নিশ্চয় এগুলো কর্পূরের মত উবে গিয়েছিল । ঘৃনাভর একটা অনুভূতি ছিল তার চলে যাওয়ার আগে ! অবশ্যই এবং অবশ্যই ।
রাতে তলস্তয়ের শর্ট স্টোরিজ যখন ত্বকি পড়ছিল , মানবতার কথা যখন ত্বকি পড়ছিল তখন ত্বকি ভাবতে পেরেছিল তার দেশে তার পড়া গল্পের মত মানবতা নেই ? এখানে বাস করে বর্বর , পিশাচ , ভ্যাম্পায়ার , রাক্ষস , খোক্কস , ওয়ার উলফ , প্রেত , হায়েনা , টাইটান রা ।
ত্বকির ছবি দেখি পেপারে , ফেসবুকে , টিভি তে । নির্মল একটা মুখ , স্ফটিকের মত স্বচ্ছ একটা চাহনী , নিরপরাধ একটা ভঙ্গি । এখন এগুলো কোথায় ? হায়েনারা নষ্ট করেছে অনেক আগেই ।
আচ্ছা ! ত্বকির মা বাসায় কি করে ? ত্বকির বাবা ? ত্বকির মা কি শুধু চোঁখের জল ই ফেলবে ? আমাদের এখন কাঁদতে লজ্জা করে , বিচার চাই বিচার চাই বলতে ও লজ্জা করে । একটা স্লোগান দিব , ত্বকি হত্যার বিচার চাই আমি লজ্জায় কুকড়ে যাই । আশেপাশে থেকে কারা যেন হাসে ! আমার নিজের কাছেই মনে হয় ‘বিচার চাই’ শব্দটি আমাদের সমাজের জন্য বড় সড় একটা কৌতুক । তাহলে কি আমরা চোঁখের জল ই ফেলব ? খবরদার , কাপুরুষ চোঁখের জল ফেলবি না । আমাদের কি আর কিছু করার নেই ? আমরা কাঁপিয়ে দিতে পারি না নারায়নগন্জ , ঢাকা , চট্টগ্রাম , সিলেট , রাজশাহী , কুমিল্লা , বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ টা কে ? পুরো পৃথিবীটা কে ? আমরা কি বিচার ই চাইবো শুধু জলে ডোবা মানুষের মত ? বিচার করবো না ? আমরা আর বিচার চাইবো না এখন আমরা বিচার করবো । our time is ticking down ।
ঘুরে ফিরে আবার একটাই প্রশ্ন , ত্বকি কি ভেবেছিল ?
ত্বকির মা কি করছে এখন ? ত্বকির তলস্তয় এখন শেলফে মানবতা নিয়ে কি মীমাংসা দিচ্ছে
ত্বকী একটি নিস্পাপ চেহারা,
ত্বকী একটি নিস্পাপ চেহারা, একজন নিস্পাপ বালক, দেশ সেরা একজন মেধাবী ছাত্র, দেশের ভবিষ্যৎ প্রদীপ, কিন্তু আজ সবই স্বপ্ন ! সবই কল্পনা ! আমরা এখন কি করবো ? বিচার চাইবো, নাকি বিচার করবো জানি না। আপাততঃ নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম । আমাদের রাষ্ট্রযন্ত্রের সুদক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে শুধু এটুকু চাওয়া দল মতের উপরে উঠে পেশাগত দায়িত্বে এই সম্ভাবনাময় নক্ষত্রকে হত্যাকারিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে জাতিকে কলঙ্ক মুক্ত করবেন।