জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলতে গেলাম সাড়ে ৩ টার দিকে । ভাবলাম যেহেতু ৪ টা পর্যন্ত কার্যক্রম চলবে সেহেতু শেষ সময়ে যাওয়াই মঙ্গল , কিউ দাড়ানোর ঝক্কি ঝামেলায় পড়তে হবে না ! কিন্তু বিধি বাম, সেই চিরন্তন সত্যের আফসোস মুলক চক্কর –
“মানুষ ভাবে এক, হয় আরেক” !!!
অতঃপর ঢুকতেই দেখি রীতিমত কুম্ভ মেলার ভিড়, সুবিশাল কিউ ! নগদেই হয়রান পেরেশান অবস্থা !! কিউ দেখেই কাইত ! এ সময় চোখের সামনে দেবদুত হিসাবে বন্ধু রাসেলের আবির্ভাব, ছবি তুলে বের হচ্ছিল । তারপর যা করার সেই করল, বুলেটের গতিতে ফর্মালিটিস কমপ্লিট ! তারপর ডিরেক্ট ছবি তোলার রুমে, লাইনের ধার আর ধারতে হইল না !
জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলতে গেলাম সাড়ে ৩ টার দিকে । ভাবলাম যেহেতু ৪ টা পর্যন্ত কার্যক্রম চলবে সেহেতু শেষ সময়ে যাওয়াই মঙ্গল , কিউ দাড়ানোর ঝক্কি ঝামেলায় পড়তে হবে না ! কিন্তু বিধি বাম, সেই চিরন্তন সত্যের আফসোস মুলক চক্কর –
“মানুষ ভাবে এক, হয় আরেক” !!!
অতঃপর ঢুকতেই দেখি রীতিমত কুম্ভ মেলার ভিড়, সুবিশাল কিউ ! নগদেই হয়রান পেরেশান অবস্থা !! কিউ দেখেই কাইত ! এ সময় চোখের সামনে দেবদুত হিসাবে বন্ধু রাসেলের আবির্ভাব, ছবি তুলে বের হচ্ছিল । তারপর যা করার সেই করল, বুলেটের গতিতে ফর্মালিটিস কমপ্লিট ! তারপর ডিরেক্ট ছবি তোলার রুমে, লাইনের ধার আর ধারতে হইল না !
সেই রুমের ভেতরে ও প্রচুর পাব্লিক, যার – অর্ধেক দখল করিয়াছে নারী, বাকি অর্ধেক নর !! ছেলেদের দিকে তাকানোর ফুসরত আমার কখনোই থাকে না ! কেন জানি আমার নজর অটোমেটিক্যালি মেয়েদের ওপর নাযিল হয় সব সময় ! এখানেও তার ব্যাত্যয় ঘটার কোন কারণ ছিল না । দৃস্টি মেয়েদের ওপরই বর্ষিত হইল ! তার পর বুঝলাম কেন আজ সুর্যের দেখা পাওয়া যায় নাই ! চন্দ্র সুর্য সবই তো ছবি তোলার রুমে আস্তানা গাড়ছে , সুতরাং সুর্যের দেখা পাওয়ার সিস্টেমই নাই !
এত সব চন্দ্র সুর্যের দুয়েক জনের দিকে হালকা দৃস্টি বর্ষন করতে না করতেই ছবি তোলার ডাক পড়ল ! এইবার পুরাই মাথা নস্ট – শালার এত কুইক আমার ছবি তুলতে কইছে কে !? আরেক্টু দেরীতে আমার ডাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হইত !!??
প্রথমে মনে হচ্ছিল যত দ্রুত বের হওয়া যায়, ততই মঙ্গল; আর এখন মনে হচ্ছে যত দেরীতে বের হওয়া যায়, ততই মঙ্গল !!
আফসোস, মানুষ ভাবে এক, হয় আরেক !!
হুম, এত এত দেখিলেন *** ভেবে
হুম, এত এত দেখিলেন *** ভেবে ভেবে অস্থির।।।।
হাহাহা অস্থির হইয়েন না ভাই,
হাহাহা অস্থির হইয়েন না ভাই, স্থির থাকা বাঞ্চনীয় 😉 এনিওয়ে ধন্যবাদ মন্তব্যের জন্য
বাহ্ বাহ্ চমৎকার,,,,এত দেইখেন
বাহ্ বাহ্ চমৎকার,,,,এত দেইখেন না।প্রবলেম হবে।
ভাই দুঃখের ব্যাপার অলরেডি
ভাই দুঃখের ব্যাপার অলরেডি সমস্যা হচ্ছে, দেখতে দেখতে চোখের পাওয়ার কমে গেছে
এটা তো আর ফটো স্টুডিও না।
এটা তো আর ফটো স্টুডিও না।
তাতো বটেই
তাতো বটেই