এখন আর স্বপ্ন দেখতে
ইচ্ছে করে না ,
পথ হারানো নেড়ী কুকুরগুলোকেই
বড্ড আপন মনে হয় ।
এখন আর কাউকে ভালোবাসতেও
ইচ্ছে করে না ,
মর্গে পড়ে থাকা বেওয়ারিশ
লাশগুলোকেই
বড্ড আপন মনে হয় ।
দহন
~~~~~
এখন আর স্বপ্ন দেখতে
ইচ্ছে করে না ,
পথ হারানো নেড়ী কুকুরগুলোকেই
বড্ড আপন মনে হয় ।
এখন আর কাউকে ভালোবাসতেও
ইচ্ছে করে না ,
মর্গে পড়ে থাকা বেওয়ারিশ
লাশগুলোকেই
বড্ড আপন মনে হয় ।
বিষাক্ত মনে হয় চাঁদনী রাতের
নিরন্তর নির্ঘুম জোত্স্নাস্নান,
গ্রিল হওয়ার অপেক্ষায়
রোদে পোড়া শরীরগুলোকে-
পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে হয়
।
মনে হয় সব কিছুকে
ভেঙ্গে গুড়িয়ে দিই ।
আমি তো স্বপ্ন দেখেই
বাঁচতে চেয়েছিলাম,
হাটতে চেয়েছিলাম অনন্তকাল
তোমাদের রাস্তায়।
আমি তো ভালোবাসতেই
চেয়েছিলাম,
লিখতে চেয়েছিলাম অসংখ্য
না বলা প্রেমের কাব্য ।
আমি প্রতীক্ষায়
আছি আরো একবার
ভিসুভিয়াসের মত জ্বলে উঠবার।
১৪.০২.২০১৪
রাত ২:০০
(সংক্ষেপিত…)
ভাল হইসে। চালিয়ে যা।
ভাল হইসে। চালিয়ে যা।
কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ভাইয়া ।
ভাল লাগ্লো পড়ে।
ভাল লাগ্লো পড়ে।
অসংখ্য ধন্যবাদ ।।
অসংখ্য ধন্যবাদ ।।
বেশ ভালো লেগেছে।
বেশ ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ দিদি ।।
অসংখ্য ধন্যবাদ দিদি ।।
আবার সংক্ষেপিত কেনো?? ভালোই
আবার সংক্ষেপিত কেনো?? ভালোই তো লাগছিলো !