১. একজন ব্যক্তি যখন প্রকাশ্যে বলে যে সে নাস্তিক/কাফের নয় বরং আস্তিক। তখন তাকে কেউ নাস্তিক/কাফের বলে যদি ঘোষনা দেয় তখন প্রকৃত কাফেরটা কে? চলেন একটু হাদিস থেকে ঘুরে আসি।
যে ব্যক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরে যাবে।- বুখারী ও মুসলিম, মিশকাত -৪৬০৬।
হেফাজতে ইসলাম বারবার ব্লগারদের নাস্তিক নাস্তিক বলেই যাচ্ছে অথচ ব্লগাররা নিজেদেরকে প্রকাশ্যে আস্তিক বলেই যাচ্চেন। তাহলে প্রশ্ন হচ্ছে হাদিসের ভাষ্যমতে প্রকৃত কাফের কারা?
১. একজন ব্যক্তি যখন প্রকাশ্যে বলে যে সে নাস্তিক/কাফের নয় বরং আস্তিক। তখন তাকে কেউ নাস্তিক/কাফের বলে যদি ঘোষনা দেয় তখন প্রকৃত কাফেরটা কে? চলেন একটু হাদিস থেকে ঘুরে আসি।
যে ব্যক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু বলে, অথচ যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে সে তা নয়, তখন তার কথা নিজের দিকে ফিরে যাবে।- বুখারী ও মুসলিম, মিশকাত -৪৬০৬।
হেফাজতে ইসলাম বারবার ব্লগারদের নাস্তিক নাস্তিক বলেই যাচ্ছে অথচ ব্লগাররা নিজেদেরকে প্রকাশ্যে আস্তিক বলেই যাচ্চেন। তাহলে প্রশ্ন হচ্ছে হাদিসের ভাষ্যমতে প্রকৃত কাফের কারা?
২. হেফাজতে ইসলাম বলছেন ধর্ম বিদ্বেষী নাস্তিকদের সাথে কোন আলোচনা থাকতে পারেনা। চলুন একটু পিছনে ফিরে যাই- হযরত উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তাঁর বয়স ছিল ৩২। এর আগে তিনি মূর্তিপূজারী করতেন। কৈ বিশ্বনবী তো তাকে হত্যার হুমকী দেননি। তাহলে আপনি কি বলবেন তাকেও মুরতাদ আখ্যা দিয়ে হত্যা করা উচিত ছিল? যিনি মূর্তি উপাসক থেকে ইসলামের খলিফা হতে পারেন তাহলে আজকে যাদের নাস্তিক বলা হচ্ছে তারাই যে একদিন ইমাম হাসান হোসেনের মতো সাচ্চা মুসলমান হতে পারবেন না তার নিশ্চয়তা কি?(কালেক্টেড) কেন তাদের মুরতাদ আখ্যা দিয়ে হত্যা করতে চান?
ফেবু লিংক
মনে হচ্ছে সিংহ শাবক এবার
মনে হচ্ছে সিংহ শাবক এবার ইঁদুরের সঙ্গে ছি কুত কুত খেলতে নেমে পড়েছে। আলোচনার দরকার কেন? দেখুননা চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চ ঠিকই সমাবেশ করে ফেললো। আর ইনারা ঢাকা থেকে পাইক পেয়াদা, বিরাণির ডেকচি সঙ্গে নিয়ে রওয়ানা হয়েছিলেন!!