তুমি যখন টিভিতে সরাসরি আপডেট দেখছিলে, ফেবুতে তর্ক বিতর্ক করছিলে যৌক্তিকতা – অযৌক্তিকতা নিয়ে ;তখন আমরা ক ‘জন নবীন মাঝি প্রাণের পতাকা হৃদয়ে ধারণ করে, মায়ের এ আচঁলের সম্মানের কথা জানান দিয়েছিলাম সেই শকুনদের।
যখন তোমরা দ্বিধাগ্রস্ত, তখন নবীন মাঝিরা সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে মায়ের ধর্ষকদের শুনিয়েছে গর্জন। মা তখন গর্বে আচঁলে চোখ মুছেছেন। ভাবলেন, হবে, এই এরা, এরাই আমার ঋণ শোধ করে দেবে।
নবীন মাঝিরা আৎকে উঠেছে! না মা! তোমার ঋণ শোধ করার ধৃষ্টতা নেই! অতবড় নপুংসক হয় নি মোটেও! আমাদের প্রতিশোধের নেশা জেগেছে। তোমার আচঁল ছিঁড়েছে, মানে আমাদের হৃদয় ছিড়ে ফেলেছে! আমরাতো নিজেদের স্বার্থেই পাগলামী করছি মা, দেখ!
তুমি যখন টিভিতে সরাসরি আপডেট দেখছিলে, ফেবুতে তর্ক বিতর্ক করছিলে যৌক্তিকতা – অযৌক্তিকতা নিয়ে ;তখন আমরা ক ‘জন নবীন মাঝি প্রাণের পতাকা হৃদয়ে ধারণ করে, মায়ের এ আচঁলের সম্মানের কথা জানান দিয়েছিলাম সেই শকুনদের।
যখন তোমরা দ্বিধাগ্রস্ত, তখন নবীন মাঝিরা সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে মায়ের ধর্ষকদের শুনিয়েছে গর্জন। মা তখন গর্বে আচঁলে চোখ মুছেছেন। ভাবলেন, হবে, এই এরা, এরাই আমার ঋণ শোধ করে দেবে।
নবীন মাঝিরা আৎকে উঠেছে! না মা! তোমার ঋণ শোধ করার ধৃষ্টতা নেই! অতবড় নপুংসক হয় নি মোটেও! আমাদের প্রতিশোধের নেশা জেগেছে। তোমার আচঁল ছিঁড়েছে, মানে আমাদের হৃদয় ছিড়ে ফেলেছে! আমরাতো নিজেদের স্বার্থেই পাগলামী করছি মা, দেখ!
আর টিভি গুতানো বুড়োরা ভাবছে বসে, একা একা কি বিড়বিড় করে কে জানে!
বাদ দিই। যাক মরতে। আমার সখী কে নিয়ে পদ্য সাজাই। আমার পড়া তৈরি করি। আমার ক্যারিয়ার। ভবিষ্যৎ …..
মায়ের চোখে দু ‘রকম অশ্রু দেখে নবীন মাঝিরা কষ্ট পায় ভীষণ।
হৃদয়ে কষ্টের অনুভূতির পাশে ঘৃনা নামক বস্তুজমা হয় সেই টিভি দেখা, ফেবু রোমিও ভাইদের প্রতি …..
তোমার আচঁল ছিঁড়েছে, মানে
পাগলামি করতে করতেই একদিন তোমার আঁচল ছেঁড়ার প্রতিশোধ নিব ……‘মা’ ………. তুমি শুধু দোয়া কর মা… আমরা বিজয় অর্জন করবোই……..এ প্রতিজ্ঞা নিয়েই ২০১৩ তে যুদ্ধে নেমেছি।
ক্যারিয়ার সাজানো সুস্থ
ক্যারিয়ার সাজানো সুস্থ মানুষের অভাব নেই এ সমাজে।এখন প্রয়োজন কিছু সাচ্চা পাগলের।সুস্থ মানুষদের মতো নাকে রুমাল না চাপে পাগলেরাই যুগে যুগে সমাজের আবর্জনা পরিষ্কার করেছে।দেশমাতার দু’চোখে আনন্দের জল সেদিনই বইবে যেদিন তার সন্তানরা দলে দলে পাগল হবে।
ব্যাক্তিগত কথাকাব্য ভালো পাই
ব্যাক্তিগত কথাকাব্য ভালো পাই