মাননীয় ইস্টিশন মাস্টার মহোদয়,
আমি আপনার ইস্টিশনের একজন নতুন যাত্রী। আমাকে আপনার ইস্টিশনে স্থান দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইস্টিশনে এসে আসলেই খুব ভালো লেগেছে।
ইস্টিশনে আমি প্রায়শই একটা সমস্যার মুখোমুখি হচ্ছি। তা হল ইস্টিশন হোম পেজ বা একটি পেইজে ঢুকতে বা রিফ্রেশ করে ফিরে আসার ক্ষেত্রে লোড নিতে অনেক সময় নেয়। যা আমাদের অনেক সময় নষ্ট করে ও বিরক্তির কারণ হয়ে দাড়ায়। এক কথায় সার্ভার খুবই ধীরগতি সম্পন্ন।
মাননীয় ইস্টিশন মাষ্টার, আপনি আপনার ইঞ্জিনিয়ার টীমদের একটু বলে-কয়ে এ সমস্যার একটা দ্রুত সমাধান করে দিন, যাতে দ্রুত ও স্বাভাবিকভাবে আমরা ব্লগে চলাফেরা করতে পারি।
মাননীয় ইস্টিশন মাস্টার মহোদয়,
আমি আপনার ইস্টিশনের একজন নতুন যাত্রী। আমাকে আপনার ইস্টিশনে স্থান দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইস্টিশনে এসে আসলেই খুব ভালো লেগেছে।
ইস্টিশনে আমি প্রায়শই একটা সমস্যার মুখোমুখি হচ্ছি। তা হল ইস্টিশন হোম পেজ বা একটি পেইজে ঢুকতে বা রিফ্রেশ করে ফিরে আসার ক্ষেত্রে লোড নিতে অনেক সময় নেয়। যা আমাদের অনেক সময় নষ্ট করে ও বিরক্তির কারণ হয়ে দাড়ায়। এক কথায় সার্ভার খুবই ধীরগতি সম্পন্ন।
মাননীয় ইস্টিশন মাষ্টার, আপনি আপনার ইঞ্জিনিয়ার টীমদের একটু বলে-কয়ে এ সমস্যার একটা দ্রুত সমাধান করে দিন, যাতে দ্রুত ও স্বাভাবিকভাবে আমরা ব্লগে চলাফেরা করতে পারি।
ব্লগের অন্যান্য ডিজাইন ও নতুন নতুন নাম আমার কাছে খুবই ভালো লেগেছে।
ব্লগটির সাফল্য কামনা করে এখানেই ইতি টানছি।
শুভ ব্লগিং।
আমার তো লোডিং এ কোনো সমস্যা
আমার তো লোডিং এ কোনো সমস্যা হচ্ছে না।
জানিনা আমার অফিসে ও বাসায় একই
জানিনা আমার অফিসে ও বাসায় একই অবস্থা। আমার ইন্টারনেট হাইস্পিড ইন্টারনেট। তাই নেটের সমস্যাও মনে হয় না। অন্যান্য ওয়েব পেজ বা ব্লগে এ সমস্যা হচ্ছেনা। ধন্যবাদ।
এটা মনে হয় আপনার পিসি ও নেট
এটা মনে হয় আপনার পিসি ও নেট সংযোগের সমস্যা…
না ভাই আমার নেট হাই স্পিড ।
না ভাই আমার নেট হাই স্পিড । 4MB ডাউনলোড স্পিড। পিসিও ঠিক আছে। অন্যান্য ব্লগ বা ওয়েব পেজে কোন সমস্যা হচ্ছেনা। বুঝতে পারছিনা।
ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি কুন এলাকায় থাকেন?
ভাই আপনি কুন এলাকায় থাকেন? আপনি কুন ব্রাউজার এবং কুন নেট ব্যাবহার করেন? আমার তো কুনু সমস্যা নাই। বরং অন্য যেকোনো ব্লগের চেয়ে ইস্টিশনের পেজ লোড স্পিড বেশি
আমি ফায়ারফক্স ইউজ করি। আমি
আমি ফায়ারফক্স ইউজ করি। আমি প্রবাসে থাকি। এখানে ইন্টারনেটের কোন সমস্যা নাই। বুঝতেছিনা কেন সমস্যা হচ্ছে।
ধন্যবাদ আপনাকে।
আমার কোন সমস্যা হচ্ছে না।
আমার কোন সমস্যা হচ্ছে না। অন্যান্য ব্লগ সাইট থেকে ইস্টিশনের গতি অনেক ভাল। তারপরও কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই দেখবেন বলে আশা রাখি।
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ ইস্টিশন কারিগর । আমি
ধন্যবাদ ইস্টিশন কারিগর । আমি আপনার মন্ত্যব্য পেয়ে খুবই খুশি হয়েছি। আমি আপনার দেয়া ব্যবস্থা মতে চেষ্টা করে দেখব। আর তারপরও যদি না হয়। তাহলে আর কি করা। ধন্যবাদ আপনাকে মূল্যবান পরামর্শ দেয়ার জন্র। শুভ ব্লগিং।
প্রিয় সহযাত্রী,
আপনার
প্রিয় সহযাত্রী,
আপনার অনুযোগের বিষয়টি খতিয়ে দেখার পরে আমরা ইস্টিশনের স্পিড সংক্রান্ত কোন সমস্যা খুজে পাইনি। বলা বাহুল্য যে, ইস্টিশন অন্য যে কোন ব্লগ সাইট থেকে দ্রুততম সময়ে লোড হয়। বর্তমান সময়ের লোডিং টেস্ট রেজাল্ট দেখলেই বিষয়টি বুঝতে পারবেন আশা করি।
আপনি আপনার ব্রাউজারের ক্যাশ/কুকি রিমুভ করে দেখতে পারেন। আপনার লোডিং সমস্যা অব্যাহত থাকলে দয়া করে আবার আমাদের জানাতে ভুলবেন না। আপনার সমস্যা সমাধানের যথাসাথ্য প্রচেষ্টা আমাদের থাকবে।
ধন্যবাদ।
ইস্টিশন কারিগর।
ইস্টিশন কারিগর। :রকঅন: :রকঅন: :রকঅন: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
:-B :চশমুদ্দিন:
ধন্যবাদ ইস্টিশন কারিগর । আমি
ধন্যবাদ ইস্টিশন কারিগর । আমি আপনার মন্ত্যব্য পেয়ে খুবই খুশি হয়েছি। আমি আপনার দেয়া ব্যবস্থা মতে চেষ্টা করে দেখব। আর তারপরও যদি না হয়। তাহলে আর কি করা। ধন্যবাদ আপনাকে মূল্যবান পরামর্শ দেয়ার জন্র। শুভ ব্লগিং।
যথাসময়ে কারিগরের উপস্থিতিতে
যথাসময়ে কারিগরের উপস্থিতিতে যাত্রীদের কতটা অনুপ্রানিত করে তা ভাষায় প্রকাশ করার মত না।কারিগরকে কৃতজ্ঞতা।
কারিগর রকস
কারিগর রকস :রকঅন:
আমার লোড হইতে কোন সমস্যা
আমার লোড হইতে কোন সমস্যা হচ্ছে না।অন্য কোন ব্লগের চাইতে এখানে প্রতিটা পেইজ চোখের পলকে লোড হয়ে যায়।