মাঝে মাঝে আমি ভাবি, মানুষ কী চায় ? সম্পদ, গৌরব, ভালোবাসা ? উঁহু, আমার বরং মনে হয়, বেশিরভাগ মানুষ প্রাণ খুলে একটুখানি কাঁদতে চায় !!
এই কান্নার জন্যে দরকার একটি বুক । একাকী মানুষের দরকার জীবনসঙ্গীর বুক, সন্তানের দরকার মায়ের বুক, ধর্ষিতার দরকার বোনের বুক, স্বপ্নবাজের দরকার মেঘবালিকার বুক, বৃষ্টিবতীর দরকার বৃষ্টিমানবের বুক !!
কান্না খুব অদ্ভুত একটি বিষয় । একা একা হাউমাউ করে কাঁদা যায় না । কাঁদলেও শান্তি পাওয়া যায় না । তাই বেশিরভাগ মানুষ চায়, সে প্রাণখুলে কাঁদার সময় কোনো একজন মায়াবতী তাকে শক্ত করে বুকে চেপে ধরুক, তার মাথার চুল খামচে ধরে ভেজা গলায় তাকে বলুক-
মাঝে মাঝে আমি ভাবি, মানুষ কী চায় ? সম্পদ, গৌরব, ভালোবাসা ? উঁহু, আমার বরং মনে হয়, বেশিরভাগ মানুষ প্রাণ খুলে একটুখানি কাঁদতে চায় !!
এই কান্নার জন্যে দরকার একটি বুক । একাকী মানুষের দরকার জীবনসঙ্গীর বুক, সন্তানের দরকার মায়ের বুক, ধর্ষিতার দরকার বোনের বুক, স্বপ্নবাজের দরকার মেঘবালিকার বুক, বৃষ্টিবতীর দরকার বৃষ্টিমানবের বুক !!
কান্না খুব অদ্ভুত একটি বিষয় । একা একা হাউমাউ করে কাঁদা যায় না । কাঁদলেও শান্তি পাওয়া যায় না । তাই বেশিরভাগ মানুষ চায়, সে প্রাণখুলে কাঁদার সময় কোনো একজন মায়াবতী তাকে শক্ত করে বুকে চেপে ধরুক, তার মাথার চুল খামচে ধরে ভেজা গলায় তাকে বলুক-
“আমি হয়তো তোমার কষ্টটা ছুঁতে পারবো না, কিন্তু তুমি যতোক্ষণ কাঁদবে, আমি এমনিভাবেই শক্ত করে তোমায় বুকে চেপে রাখবো । তোমার যতোক্ষণ ইচ্ছে করে, তুমি কাঁদো । আমি আছি, আমি তোমার সাথেই আছি…”
হায় !! মানুষ কতোই না অসহায় …
তোমার কাঁচের চুড়ি ভেঙ্গে গেছে বুঝি বে’খেয়ালে
লাল টিপ’টাও খসে গেছে দেখি!
সুখের চাঁদ মুখ লুকিয়েছে আজ তবে নিবিড় মেঘের আড়ালে!
শব্দহীন ক্ষোভে কাঁপছ তুমি–
আমি নির্বাক; তোমার হিমশীতল চোখে দেখেছি আমার পাপ
কি জানি কতটা স্বজ্ঞানে আর কতটাইবা অজ্ঞানে!
নাহ তোমায় বুঝিনা মেয়ে– কখনোই বুঝিনা!
বাহ না বুজেই এত, বুজলে যে কি
বাহ না বুজেই এত, বুজলে যে কি হবি আল্লাহ মালুম।
(No subject)
:ভেংচি: :ভেংচি: :ভেংচি:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: