ফোন অপারেটর কোম্পানী রবি-র সামাজিক যোগাযোগ মাধ্যম ROBI CIRCLE এ এমন কিছু SMS পাচ্ছি যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট। কাল রাতেও একটা আইডি থেকে SMS পেয়েছি যেটাতে লেখা ছিল “গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে আগামী ২৬ শে মার্চ রাত ১২টায় আল্লামা সাইদীর ফাঁসি দেয়া হবে। যদি তাই হয় তাহলে আগুব জ্বলবে।” রায় হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর ১ মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে এবং আপিলের ২ মাসের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে। সাইদীর আইনজীবী বলেছেন তারা ১ মাসের মধ্যেই আপিল করবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ কতটুকু সময় যে এর মধ্যেই ফাঁসি কার্যকর করতে হবে?
ফোন অপারেটর কোম্পানী রবি-র সামাজিক যোগাযোগ মাধ্যম ROBI CIRCLE এ এমন কিছু SMS পাচ্ছি যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট। কাল রাতেও একটা আইডি থেকে SMS পেয়েছি যেটাতে লেখা ছিল “গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে আগামী ২৬ শে মার্চ রাত ১২টায় আল্লামা সাইদীর ফাঁসি দেয়া হবে। যদি তাই হয় তাহলে আগুব জ্বলবে।” রায় হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর ১ মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে এবং আপিলের ২ মাসের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে। সাইদীর আইনজীবী বলেছেন তারা ১ মাসের মধ্যেই আপিল করবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ কতটুকু সময় যে এর মধ্যেই ফাঁসি কার্যকর করতে হবে?
এইমাত্র SSYFE (Circle Nick) একজন আমাকে sms দিল “কিসের স্বাধীনতা? পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল।” ” ১৯৭১ সালে নাম পরিবর্তন হয়েছিল। দেশ স্বাধীন হয়েছে ২৮/২/২০১৩ তারিখে।’
স্বাধীনতাবিরোধীরা ছড়িয়ে আছে সর্বত্র। এদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে আমাদেরকেই।
জয় বাংলা,
জয় জনতা।
খুবি চিন্ভাতার বিষয়।
আরেকটা
খুবি চিন্ভাতার বিষয়।
আরেকটা কথাই, ভাই লাইনে নতুন নাকি?
ব্লগ কাকে বলে জানেন? দুই চার লাইন হেগে দিলেন আর ব্লগ পোষ্ট হয়ে গেলো
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
জ্বী আমি নতুন। অনেক কিছুই
জ্বী আমি নতুন। অনেক কিছুই বুঝিনা । please help me.