জাতীর এই ক্রান্তিলগ্নে এস এস সি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের ধিক্কার জানিয়েছেন আঠারশো দল ও সমমনা পিছলামি বারোশো দলের অভিমানী মহিলা হেড আমীর বেগম জিয়া ।
আজ হাওয়া ভবনে এক সম্বাদ সম্মেলনে এই মন্তব্য করেন জিয়া ।
জাতীর এই ক্রান্তিলগ্নে এস এস সি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের ধিক্কার জানিয়েছেন আঠারশো দল ও সমমনা পিছলামি বারোশো দলের অভিমানী মহিলা হেড আমীর বেগম জিয়া ।
আজ হাওয়া ভবনে এক সম্বাদ সম্মেলনে এই মন্তব্য করেন জিয়া ।
তিনি জানান,আমি আগেই বলেছিলাম যে-পথে প্রজন্ম পরীক্ষা দিতে আসে সেই পথেই তোমরা গাছের গুঁড়ি ফেলে রাখো । প্রয়োজনে খাল কাটো,দেশের ক্রান্তিলগ্নে মেজর জিয়া খাল কাটতেন আর সেই পথে গোলাম আযমসহ অনেক নামকরা কুমির আসত। তারা আমার সংসারের বাজার-সদাই করে দিত । না,আমি মেট্টিক পাশ করিনি বলে তারা আমায় পাত্তা দিলনা , নায়েবে পীরজাদা রুহুল কবির রিজভি বলল- ”চুপ থাক বেপর্দা বেটি ! গাছের গুঁড়ি ফেলব সাতক্ষীরায় !”।
তিনি বলেন,রুহুলের এই আচরণে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ।রুহুলকে আমি দেখে নেব ।তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাব ।
” আমি রূপনগরের রাজকন্যা
রূপের জাদু এনেছি ” :ভালাপাইছি: :ভালুবাশি:
পানের পিক ফেলে তিনি বলেন , এই পরিক্ষা বাতিল করতে হোয়াইট হাউসে একটি পিটিশনের উদ্যোগ শীঘ্রই নেয়া হবে । ইসলামি কানুন প্রতিষ্ঠায় দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে ফেইক আইডি খুলার উদাত্ত আহ্বান জানান তিনি ।এ উপলক্ষে দিগন্ত চ্যানেলে এক মাহফিলের আয়োজন করা হবে । সবাই শরিক হবেন ।
ইসলাম প্রতিষ্ঠায় নাসারার হেল্প নিবেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-
”বুঝেন-ই তো”
(No subject)
😀 😀 😀
একাত্তরে জামাতকে নিয়ে পাকিরা
একাত্তরে জামাতকে নিয়ে পাকিরা পিস কমিটি করছিল, ২০১৩ তে জামাতকে নিয়ে ফিস কমিটি করছে বিএনপি। এই না হলে স্বাধীনতার ঘোষক বলে দাবীদার দলের কম্ম। :তালিয়া:
(No subject)
:টাইমশ্যাষ: