খালেদা বলেছেন, শাহবাগের এই সমাবেশ স্বাধীন বিচার ব্যবস্থায় চরম আঘাত হেনেছে । তার এই শুনে অনেকদিন আগে লেখা একটা কবিতা মনে পড়লো…………।
মলদ্বার
(উৎসর্গ, শাসকশ্রেণীর প্রতিনিধিদের)
খাদ্য যখন অপরের শ্রম
পরিণতি গন্ধযুক্ত মল ।
আমার মলদ্বার দেখার ইচ্ছে—–
কষ্ট করে আয়না আনি
নিরিবিলি কপাট টানি ।
ছি ! যাচ্ছে তাই উঠানামা
জোড়ালো তার আঁকড়ে ধরা
বিচ্ছিরি তার নির্গমন।
ছি !!!
উঠে আসে আয়না হাতে
পজিশন নেয় মুখের সামনে
একি !
মলদ্বার যে হাসতে জানে !
নাকের নিচে লোমের মাঝে
ঢের বিষাক্ত নির্গমন পথ
হা হয়ে তাকিয়ে হাসে ।
এবার কোন কপাট নেই
আব্রু আটার বালাই নেই
খালেদা বলেছেন, শাহবাগের এই সমাবেশ স্বাধীন বিচার ব্যবস্থায় চরম আঘাত হেনেছে । তার এই শুনে অনেকদিন আগে লেখা একটা কবিতা মনে পড়লো…………।
মলদ্বার
(উৎসর্গ, শাসকশ্রেণীর প্রতিনিধিদের)
খাদ্য যখন অপরের শ্রম
পরিণতি গন্ধযুক্ত মল ।
আমার মলদ্বার দেখার ইচ্ছে—–
কষ্ট করে আয়না আনি
নিরিবিলি কপাট টানি ।
ছি ! যাচ্ছে তাই উঠানামা
জোড়ালো তার আঁকড়ে ধরা
বিচ্ছিরি তার নির্গমন।
ছি !!!
উঠে আসে আয়না হাতে
পজিশন নেয় মুখের সামনে
একি !
মলদ্বার যে হাসতে জানে !
নাকের নিচে লোমের মাঝে
ঢের বিষাক্ত নির্গমন পথ
হা হয়ে তাকিয়ে হাসে ।
এবার কোন কপাট নেই
আব্রু আটার বালাই নেই
স্খলিত হয় লেন্সের সামনে ।
ছিটকে গিয়ে গন্ধ ছড়ায়
শ্রমপ্রেমী জনতার মাঝে ।
রাজনীতিবিদদের ইয়ে মেরে দিছেন
রাজনীতিবিদদের ইয়ে মেরে দিছেন পুরাই :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভাগ্যিস খালেদা এই কবিতা
ভাগ্যিস খালেদা এই কবিতা বুঝবেনা, নইলে কবির খবর ছিল :আমারকুনোদোষনাই: