আমাদের দেশে একটা ছাত্রকে একসাথে ইংরেজী,বাংলা,পদার্থ,রসায়ন,গনিত,Ict,জীব বিজ্ঞান সকল বই পড়তে হয় তাও আবার প্রতি সাবজেক্ট এর দুইটা পত্র। আমি এইটাই ঠিক বুঝতে পারি না আমাদের শিক্ষাব্যবস্থার ।
আচ্ছা ধরে নিন আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। এতে আমাকে শুধু ইংরেজী ও পদার্থ পড়লেই চলে। উন্নত রাষ্ট্রগুলোতেও ঠিক এমনটাই হয়। কিন্তু আমাদের দেশে হয় ঠিক এর ব্যতিক্রম ।
আমাদের দেশে একজন ছাত্রকে একসাথে সব বিষয়ে পারফেক্ট হতে হয়। যা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে!!এক্ষেত্রে আমাদের শিক্ষাব্যবস্থা হয়ত ভুলে যায় যে, অতি সন্যাসিতে গাজন নষ্ট হয়!!
আমাদের দেশে একটা ছাত্রকে একসাথে ইংরেজী,বাংলা,পদার্থ,রসায়ন,গনিত,Ict,জীব বিজ্ঞান সকল বই পড়তে হয় তাও আবার প্রতি সাবজেক্ট এর দুইটা পত্র। আমি এইটাই ঠিক বুঝতে পারি না আমাদের শিক্ষাব্যবস্থার ।
আচ্ছা ধরে নিন আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। এতে আমাকে শুধু ইংরেজী ও পদার্থ পড়লেই চলে। উন্নত রাষ্ট্রগুলোতেও ঠিক এমনটাই হয়। কিন্তু আমাদের দেশে হয় ঠিক এর ব্যতিক্রম ।
আমাদের দেশে একজন ছাত্রকে একসাথে সব বিষয়ে পারফেক্ট হতে হয়। যা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে!!এক্ষেত্রে আমাদের শিক্ষাব্যবস্থা হয়ত ভুলে যায় যে, অতি সন্যাসিতে গাজন নষ্ট হয়!!
আমাদের দেশে কি কখনো এমন শিক্ষাব্যবস্থা হবে, যাতে কোন ছাত্র যে বিষয়ে পারদর্শী শুধু সেই বিষয়েই পড়ার সুযোগ দেওয়া হবে??
ফেসবুক ইশটাটাশে লাইক দেয়ার
ফেসবুক ইশটাটাশে লাইক দেয়ার অপশন নাই ক্যা !!!
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
দুটি পোষ্ট. এক সাথে দিলেই.
দুটি পোষ্ট. এক সাথে দিলেই. পারতেন। এই নিয়ে ক থা ব লার কিছু নাই। 🙂 🙂