সেদিন বাতাসের সাথে সমুদ্র উড়ে
তোমাকে ভিজিয়ে ছিল
অশ্লীল আবরণ ভিজিয়ে
তোমাকে স্পর্শ করতে একটুও কষ্ট হয় নি তার;
ফুটপাতের একটি ইট তোমার গতিরোধ ক’রে
এক নিস্তব্ধ নিশ্চুপতার সামনে দার করিয়ে ছিল,
ফোটাফোটা কণাই জর্জরিত হয়ে ঠোঁটের আবরণে
এক ফালি নীল দু আঙ্গুলে জলছে।
সেদিনের সময় খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে
নিরবতার সুরে বলেছিল চুপিচুপি
তোমার সিক্ত শরীরের স্পর্শে
মাতাল, আরেকবার উন্মাদ হওয়ার অপেক্ষায়-
ভাল লাগল আবির ভাই
ভাল লাগল আবির ভাই
কেবল উন্মার শব্দের অর্থটা
কেবল উন্মার শব্দের অর্থটা বুঝতারলামনা !!!