বিশ্বজিতকে যখন
কুপিয়ে হত্যা করলো ছাত্রলীগ,
তখন প্রতিবাদের
ঝড়ে পুরো বাংলাদেশ
লন্ডভন্ড
হয়ে গিয়েছিলো।
অথচ আজ আগুন
দিয়ে পরিকল্পিতভাবে ৯
বিশ্বজিতকে যখন
কুপিয়ে হত্যা করলো ছাত্রলীগ,
তখন প্রতিবাদের
ঝড়ে পুরো বাংলাদেশ
লন্ডভন্ড
হয়ে গিয়েছিলো।
অথচ আজ আগুন
দিয়ে পরিকল্পিতভাবে ৯
জন নীরিহ
বিহারীকে পুড়িয়ে হত্যা করা হল,
যাদের
মধ্যে অধিকাংশই
শিশু- অথচ
কি আশ্চর্য্য!!
রাষ্ট্রযন্ত্র,
মিডিয়া সবাই
মুখে কুলুপ
এটে বসে আছে।
কোন প্রতিবাদ
নাই, কোন তদন্ত
কমিটি নাই, কোন
টক শো নাই, কোন
বিক্ষোভ নাই,
কোন মানবাধিকার
কর্মীর দেখা নাই-
কিছুই নাই। যেন
কিছুই হয় নি।
বিহারী বলে তাদের
জীবনের কোন
মূল্য নাই-
বিহারী শিশুরাও
যেন মহাপাপী-
তাদেরকে পুড়িয়ে হত্যা করা হলেও
সেটার কোন বিচার
নাই। একটা হিন্দুর
জীবনের মূল্য
আছে কিন্তু ৯
টা মুসলমানের
জীবনের
কানাকড়িও মূল্য
নাই। এজন্যই বলে,
মুসলমানদের
মানবাধিকার
বলে কিছু
থাকতে নেই….
ওহে অসহায়, ফটিকছড়ি, রাজশাহীসহ
ওহে অসহায়, ফটিকছড়ি, রাজশাহীসহ সারা দেশে বিম্পি-জামাত শিবিরের তান্ডবে মানুষ পোড়ানো উৎসব, ছাত্রলীগ কর্মীর রগ, হাত পা কাটা, মেরে ফেলার সময় আপনে কোন গর্তে লুকায় ছিলেন?
আপনের ল্যাঞ্জা মার্কা পোষ্ট আপনার ল্যাঞ্জাটাকে অনাবৃত করে দিয়েছে, এটা বুঝতে পারছেন? আপনার পেয়ারে বিহারী ভাইলোগের কাটা শিশ্ন দেখে মুসলমান নিশ্চিত হইসিলেন, কিন্তু আওয়ামী লীগ যারা করে, তারাও তো মানুষ। নাকি আওয়ামী লীগের ক্ষেত্রে আপনার মুখে কুলুপ এঁটে যায়?
ভাইজান এই আবদুল্লাহ আবু তাহের
ভাইজান এই আবদুল্লাহ আবু তাহের একজন উতকৃষ্ট মাপের ছাগু :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ঐ ব্যাটা তোর নিকের নাম হওয়া
ঐ ব্যাটা তোর নিকের নাম হওয়া উচিত ছিল “জাতীয়তাবাদী অসহায় ছাগু”
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
হুম
হুম 🙂 🙂 🙂