মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ: মুক্তিযুদ্ধের ই-বুক: দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী
দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী
এ এস এম সামছুল আরেফীন
বাংলাদেশ রিসার্চ এন্ড পাবলিকেশান
এই গ্রন্থটি মূলত একটি সংকলন। ১৯৭১ এর মু্ক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংস হত্যাকান্ডের সহযোগী হয়ে যে সমস্ত ব্যক্তি বিচারের সম্মুখীন হয়েছিলেন সেই ব্যক্তিবর্গের মধ্য হতে কয়েকজনের মামলার রায় এই গ্রন্থে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত মামলার সকল বিবরণ সরকারের দপ্তরেই মজুদ আছে।সেই বিষয়টিকে চিহ্নিত করার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রচেষ্টা।
মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ: মুক্তিযুদ্ধের ই-বুক: দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী
দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী
এ এস এম সামছুল আরেফীন
বাংলাদেশ রিসার্চ এন্ড পাবলিকেশান
এই গ্রন্থটি মূলত একটি সংকলন। ১৯৭১ এর মু্ক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংস হত্যাকান্ডের সহযোগী হয়ে যে সমস্ত ব্যক্তি বিচারের সম্মুখীন হয়েছিলেন সেই ব্যক্তিবর্গের মধ্য হতে কয়েকজনের মামলার রায় এই গ্রন্থে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত মামলার সকল বিবরণ সরকারের দপ্তরেই মজুদ আছে।সেই বিষয়টিকে চিহ্নিত করার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা মনে করি বর্তমানেও এই সমস্ত মামলার সূত্র ধরে এদেশের হাজার হাজার যুদ্ধাপরাধীর সেই সময়কার সকল কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা সম্ভব। এবং সংগৃহীত এই সমস্ত তথ্য জানিয়ে দিতে পারে একাত্তরের নৃশংসতার ইতিহাস।
ডাউনলোড লিংক:
http://www.liberationwarbangladesh.org/2014/05/blog-post.html
মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ: http://www.liberationwarbangladesh.org/
এক্কেবারে মিনি পোস্ট হয়া গেলো
এক্কেবারে মিনি পোস্ট হয়া গেলো দিহি!!! আরিট্টু যদি লেখতেন তালি পরে আরেট্টু জ্ঞানলাভ হইতো।
মুক্তিযুদ্ধ মানে আওয়ামিলিগ, এ
মুক্তিযুদ্ধ মানে আওয়ামিলিগ, এ ধারনা থেকে বের হয়ে আর্কাইভ করতে পারলে সফলতা পাওয়া যেতে পারে। ২৫ মেগা খরচ কইরা কেউ আওয়ামি মুক্তিযুদ্ধ গিলবে না। এই স্টাইলে ই-বুককে পাইরোসি হিসাবে দেখা হয়।
মুক্তিযুদ্ধ মানে আওয়ামিলিগ, এ
মুক্তিযুদ্ধ মানেই তো আওয়ামীলীগ, কেননা সেই সময়ে নেতৃত্ব আওয়ামীলীগই দিয়েছিল। এই সত্য ইতিহাস স্বীকার করতে এতো সমস্যা কই আপনাদের? এতো ভয় কেনো? ইতিহাস বিকৃতি আর কিভাবে করবেন?
আপনি না গিলতে পারেন, তাই বলে অন্যরা গিলবে না? আপনি কি মানুষের মাপকাঠি নিজেকে দিয়ে পরিমাপ করেন নাকি?
সাব্বির তুমি এগিয়ে যাও। দেখো না পাছে কে কি বলেছে।
ইখারাস: আম্লীগের সাথে
ইখারাস: আম্লীগের সাথে মুক্তিযুদ্ধই পাইবেন। তার জন্য ২৫গিগাও জায়েজ আছে। আর সানী লিওনের জন্য ২৫টেরাও খরচ করে অনেকে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য জামাতরে খুঁইজা নেয়। পার্থক্য অনেক।
আপনি না গিলতে পারেন, তাই বলে
সবার তো আর হজমের সমস্যা নাই!