মোবাইল ইনবক্সের পুড়নো মেসেজগুলোর জুরি নেই….মাঝে মাঝে সেগুলো পড়তে পড়তেও হারিয়ে যাওয়া যায় স্মৃতিপটে….কারো পাঠানো পুড়নো কোন মেসেজ দেখে হঠাতই যেমন হেসে ওঠা যায়, আবার তেমনি চোখের কোনে এক ফোঁটা জল জমিয়ে ফেলা যায় আবেগি কোন মেসেজ পরে….কিছু মেসেজ পরে আবার রাগও হয়, তবে তা মুহূর্তেই হাসিতে পরিনত হয়….
পড়তে পড়তে এক সময় মনে হয় যেন সেই পুড়নো সময়টা হাতছানি দিয়ে ডাকছে….কিন্তু প্রবল স্বদিচ্ছা নিয়েও আপনি যেতে পারছেন না সেখানে, বাস্তবতা মেনে নিয়ে পরে থাকতে হচ্ছে বর্তমানে….সব মিলিয়ে মিশ্র একটা অনুভূতির পরশ পাওয়া যায় পরিশেষে….
মোবাইল ইনবক্সের পুড়নো মেসেজগুলোর জুরি নেই….মাঝে মাঝে সেগুলো পড়তে পড়তেও হারিয়ে যাওয়া যায় স্মৃতিপটে….কারো পাঠানো পুড়নো কোন মেসেজ দেখে হঠাতই যেমন হেসে ওঠা যায়, আবার তেমনি চোখের কোনে এক ফোঁটা জল জমিয়ে ফেলা যায় আবেগি কোন মেসেজ পরে….কিছু মেসেজ পরে আবার রাগও হয়, তবে তা মুহূর্তেই হাসিতে পরিনত হয়….
পড়তে পড়তে এক সময় মনে হয় যেন সেই পুড়নো সময়টা হাতছানি দিয়ে ডাকছে….কিন্তু প্রবল স্বদিচ্ছা নিয়েও আপনি যেতে পারছেন না সেখানে, বাস্তবতা মেনে নিয়ে পরে থাকতে হচ্ছে বর্তমানে….সব মিলিয়ে মিশ্র একটা অনুভূতির পরশ পাওয়া যায় পরিশেষে….
যদি আপনি মোবাইল হারাবার দুর্ভাগ্য অর্জন না করে থাকেন, অথবা ইনবক্স থেকে সব মেসেজ মুছে ফেলবার ভুল না করে থাকেন; তাহলে একবার চেষ্টা করে দেখবেন….ভালো লাগবে কথা দিলাম…
হুম… স্মৃতি কাতরতা মাঝে
হুম… স্মৃতি কাতরতা মাঝে মাঝে ভালো। সবসময় না। ছোট্ট পোস্ট, তবে ভালো লাগলো।
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
(No subject)
:ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা:
মাঝে মাঝে নিজের বালখিল্যতার
মাঝে মাঝে নিজের বালখিল্যতার কারনে নিজের ওপর মেজাজ খিঁচড়ানোরও কারন ঘটতে পারে….
মাঝে মাঝে যা হয় তা নিয়ে বেশি
মাঝে মাঝে যা হয় তা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো :চোখমারা:
আস লেই তাই,—–
আস লেই তাই,—–
(No subject)
:নিষ্পাপ: