একটি জাতি তত দ্রুত উন্নত করবে যতটা সে তার সম্পদ এর সুষ্ঠু ব্যবহার করবে। যোগ্য পদে যোগ্য ব্যক্তি খুবই প্রয়োজনীয়। তারপরেও পৃথিবীর সবদেশে কোটা পদ্ধতি আছে।
কারণ, অনেক জনগোষ্ঠী সুযোগ-সুবিধার অভাবে কিছু করতে পারে না,যা অর্থনীতির জন্য বিরাট চাপ।পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু বুস্ট দিলে তারা নিজেরাই নিজেদের উন্নতি করতে পারে।
যেমন,প্রতিবন্ধীদের সুবিধা দেওয়ার মাদ্ধ্যমে তারা নিজেদের উপার্জন নিজেরাই করতে পারে, নারীরা স্বনির্ভরশীল হতে পারে। অন্যের উপর বোঝা হয়ে থাকতে হয় না।
একটি জাতি তত দ্রুত উন্নত করবে যতটা সে তার সম্পদ এর সুষ্ঠু ব্যবহার করবে। যোগ্য পদে যোগ্য ব্যক্তি খুবই প্রয়োজনীয়। তারপরেও পৃথিবীর সবদেশে কোটা পদ্ধতি আছে।
কারণ, অনেক জনগোষ্ঠী সুযোগ-সুবিধার অভাবে কিছু করতে পারে না,যা অর্থনীতির জন্য বিরাট চাপ।পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু বুস্ট দিলে তারা নিজেরাই নিজেদের উন্নতি করতে পারে।
যেমন,প্রতিবন্ধীদের সুবিধা দেওয়ার মাদ্ধ্যমে তারা নিজেদের উপার্জন নিজেরাই করতে পারে, নারীরা স্বনির্ভরশীল হতে পারে। অন্যের উপর বোঝা হয়ে থাকতে হয় না।
ভারতে অনেক সুন্দর কোটা পদ্ধতি আছে। সে দেশে যে অঞ্চল পিছিয়ে পড়ে তাদের সাময়িক কোটা দিয়ে প্রতিযোগিতার রেসে আনা হয়। তাদের রেস করারা সামর্থ্য অর্জনের পর সে কোটা চলে যায় অন্য এক অঞ্চলে। একই পরিবারের এক সদস্য কোটা পেলে সে পরিবারের আর কেউ কোটা পাবে না।
এভাবে তারা গণহারে অযোগ্যদের পদ না দিয়ে একটি সিস্টেমিক উপায়ে দেশের উন্নতি করছে। আর আমাদের দেশে দেখি দুদিন পরপর ভাই কোটা, মামা কোটা। যে যার সুবিধা মত কোটা বের করে দেশকে লুট করার তালে আছে!
একারণে শোনা যায়, যে অর্থমন্ত্রী সে নাকি বলে শেয়ার বাজার বুঝে না! যে তথ্য প্রযুক্তির কিছুই জানে না,সে হয় এ বিষয়ক আমলা!
এরা আমাদের কি দিবে? এদের থেকে আমরা কেমনে দেশের সমস্যা সমাধানের আশা করতে পারি?
শিরোনামের সাথে লেখার মিল নেই।
শিরোনামের সাথে লেখার মিল নেই। কোটা প্রথার সংস্কার চাই, বিলুপ্তি চাই না।
আমাদের দেশে কোটা প্রথার
আমাদের দেশে কোটা প্রথার প্রয়োজন আছে।তবে কোটা কোনভাবে ৩০% এর বেশি হওয়া উচিত নয়।
উহু, ২০% হলে ভালো হয়।
উহু, ২০% হলে ভালো হয়।
১০% হলে ভাল হয়
১০% হলে ভাল হয়
এটা পোস্ট নাকি স্ট্যাটাস!!!
এটা পোস্ট নাকি স্ট্যাটাস!!! কোটা প্রথার বিলুপ্তি চান তাহলে শাহবাগে দাঁড়ান আগে এবং ভাস্কর্যগুলোতে আগুন দিন :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
চিন্তায় পড়ে গেলাম !!!
চিন্তায় পড়ে গেলাম !!!