কি চাই বা চাই না?
একাকী নিবিড় কল্পনাতে
লক্ষহীন চাওয়া পাওয়ার ভিড়ে
স্বপ্নে দেখা কত কিছু
চাই কি, আমি আসলে?
ক্ষণিক স্মৃতি রোমান্থনে
ভাল লাগা কত শত মুখ
মানস পটে ভিড় করে,
এদের কি,
কাওকে চেয়েছিলাম
মনেরই অজান্তে?
কি চাই আসলে?
কি চাই বা না চাই
এ চাওয়া না চাওয়ার ভিড়ে?????
মেয়েরাতো এমনই হয় আক্কাস ভাই,
মেয়েরাতো এমনই হয় আক্কাস ভাই, থুড়ি আকাশ ভাই!
হূম খুবি জানেন মণে হয়। হা হা
হূম খুবি জানেন মণে হয়। হা হা হা
জানবোনা আবার। মেয়েরা নিতে
জানবোনা আবার। মেয়েরা নিতে জানে, দিতে জানেনারে ভাই!
ভুক্তভোগীদের জন্য
ভুক্তভোগীদের জন্য সমবেদনা…
কিছু কিছু জায়গায় কিন্তু চ্যাহারার মূল্য (ফেস ভ্যালু) মাইর খায়া যায়…
অনেক সুন্দর
অনেক সুন্দর
ধ ন্যবাদ রাজু ভাই
ধ ন্যবাদ রাজু ভাই
সুন্দর!
তয় মেয়েরা সব দিতে
সুন্দর!
তয় মেয়েরা সব দিতে চাই,
কিন্তু মনটা একটু দেরিতে দেয়৷
___আকাশ ভাই চালায় যান,
চিন্তা কইরেন না পিছে আমরা ঠেলতেছি!
বাহ বেশ ঙ্গান আছে মনে হয়, ভাল
বাহ বেশ ঙ্গান আছে মনে হয়, ভাল খুব ভাল :গোলাপ: শরিফুল ইসলাম শরীফ
জ্ঞান আছে মানে-
দীর্ঘ পাঁচ
জ্ঞান আছে মানে-
দীর্ঘ পাঁচ বছর ধরে ১ জনের সাথে প্রেম করেছি,
যা চেয়েছি তাই পেয়েছি তয় মন পাইছিলাম দেরিতে, সেটা পাইছিলাম প্রেমিকার বিয়ের পরে!
আহারে বেচেরা
আহারে বেচেরা :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল:
আক্কাশ ভাই হুমমম
আক্কাশ ভাই হুমমম
হুমমম টা কি সমুদ্র ভায়া
হুমমম টা কি সমুদ্র ভায়া :মাথাঠুকি:
হুমটা মনে হয় সাংকেতিক
হুমটা মনে হয় সাংকেতিক ভাষা!
আমার এই টা মনে হয়, আপনার কি মনে হয়?@ আকাশ ভাই
সমুদ্র ভাই যে কি সংকেত
সমুদ্র ভাই যে কি সংকেত দিয়েছেন শরীফ ভাই
হয়তো সম্মতি দিছেন! @ আকাশ ভাই
হয়তো সম্মতি দিছেন! @ আকাশ ভাই