আমি কি তোমাকে বেঁধে রেখেছি?
নাকি আমার আছে সে ক্ষমতা !
আমার কাছে কোন শিকলই তো
নেই
না সোনার না ভালবাসার
লোহার শিকল তো খোলাযায় অনায়াসেই
চাবিতে ৷
চাবিহীন ওই শিকল -আমি পাব কই !
সোনার ; ভালবাসার
আমার না আছে অর্থ প্রাচুর্য
না বুক ভরা ভালবাসা
আমি কি তোমাকে বেঁধে রেখেছি?
নাকি আমার আছে সে ক্ষমতা !
আমার কাছে কোন শিকলই তো
নেই
না সোনার না ভালবাসার
লোহার শিকল তো খোলাযায় অনায়াসেই
চাবিতে ৷
চাবিহীন ওই শিকল -আমি পাব কই !
সোনার ; ভালবাসার
আমার না আছে অর্থ প্রাচুর্য
না বুক ভরা ভালবাসা
আমার তো কিছুই নেই
আমি কি দিয়ে বাঁধবো তোমায় !?
থাকলে না হয়…
তুমি যখন বারবার আমাকে বল
‘আমি যা’ই-
আমার তখন মনে হয় কি জানো!
আমাকে কী করুণ উপহাস কর ৷
আমার না আছে অর্থ প্রাচুর্য
আমার না আছে অর্থ প্রাচুর্য
না বুক ভরা ভালবাসা
আমার তো কিছুই নেই
আমি কি দিয়ে বাঁধবো তোমায় !? :গোলাপ:
বাহ! এইতো চমৎকার হচ্ছে…
বাহ! এইতো চমৎকার হচ্ছে… :ফুল:
কিপ গোয়িং এহেড!
শুভ কামনা রইল…