দীপ জ্বালা এক রাতে ব্যঙ্গমা- ব্যঙ্গমী হয়ে দুজনা-
পাখি হয়ে কথা বলে –রূপকথার কোন রাত রচনা ।
চঞ্চল হাওয়ারা লুকোচুরি খেলে যদি কিশোরী গাছের শাঁখে ,
ললাটে তারার ফুল টিপ হয় জ্বল জ্বল প্রকাশে-
বিভাজন যোজন যোজন ঘুচে যায় দুটি ঠোঁটে সৌরভে ,
এমন বিভোর স্বপ্ন মিথ্যে নয় – সত্যি জেনো গৌরবে ।
কখনো বিজলী নেচে শ্রাবণ মেয়ে যদি করে বৃষ্টি –
রিমঝিম বারী ‘পরে – রূপ চাঁদে লাগে ঘোর দৃষ্টি ।
তোমার স্বপ্ন ডানায় ঊড়ে; পাবে কী স্বপ্নেরা পূর্ণতা
কেমন সুরে বাঁধি গান- মন প্রাণ মূর্ছনার মূর্ততা ।
ভাবনা ভাষাহীন; পায়না রঙ খুঁজে; তুমিহীন ধূসর ফাগুন –
দীপ জ্বালা এক রাতে ব্যঙ্গমা- ব্যঙ্গমী হয়ে দুজনা-
পাখি হয়ে কথা বলে –রূপকথার কোন রাত রচনা ।
চঞ্চল হাওয়ারা লুকোচুরি খেলে যদি কিশোরী গাছের শাঁখে ,
ললাটে তারার ফুল টিপ হয় জ্বল জ্বল প্রকাশে-
বিভাজন যোজন যোজন ঘুচে যায় দুটি ঠোঁটে সৌরভে ,
এমন বিভোর স্বপ্ন মিথ্যে নয় – সত্যি জেনো গৌরবে ।
কখনো বিজলী নেচে শ্রাবণ মেয়ে যদি করে বৃষ্টি –
রিমঝিম বারী ‘পরে – রূপ চাঁদে লাগে ঘোর দৃষ্টি ।
তোমার স্বপ্ন ডানায় ঊড়ে; পাবে কী স্বপ্নেরা পূর্ণতা
কেমন সুরে বাঁধি গান- মন প্রাণ মূর্ছনার মূর্ততা ।
ভাবনা ভাষাহীন; পায়না রঙ খুঁজে; তুমিহীন ধূসর ফাগুন –
লোপাট হলে কৃষ্ণচূড়া , দিগন্তে নীলাকাশ বোঝে কী আগুন ?
বাহুডোরে স্বপ্নপূরী জানোনা তুমি কি; দূরে কেন প্রজাপতি !!
সিঁথিতে বাঁধন- আঁচলে জমিন- আকাশে নীল দুটি ঘুড়ি !!
ধাঁধা ধরতে পারি নাই। ভাইঙ্গা
ধাঁধা ধরতে পারি নাই। ভাইঙ্গা কইনছুন দেখি। :ভাবতেছি:
এখানে একজন কে একটা প্রপজাল
এখানে একজন কে একটা প্রপজাল দেয়া হয়েছে যার হিন্স প্রত্যেক লাইনে আছে :ভেংচি:
প্রথম শব্দ ধরে নিচের দিকে
প্রথম শব্দ ধরে নিচের দিকে নামতে নামতে… 😀
বুঝছি
অনেক আগে ক্লাস
বুঝছি :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
অনেক আগে ক্লাস টেনে থাকতে আমার এক বন্ধু একটা সনেট লিখেছিল, যার প্রথম অক্ষরগুলা এক করে হতো- চোখ তার চোরাবালি, মন যে পাথর।
ভ্যারিয়েশান আনবার জন্যই পোস্ট
😀 ভ্যারিয়েশান আনবার জন্যই পোস্ট করেছিলাম এই সনেট। এইটা আপনার পুরষ্কার :চা:
না বলে দিলে এজনমেও ধরতে
না বলে দিলে এজনমেও ধরতে পারতাম না| শিল্পগুন সম্পর্কে কোন ধারনা নেই আমার| তবে আমার মতে ভাল লাগার প্রতিটা জিনিসই শিল্প| অসাধারন হয়েছে| কিন্তু ভাই দীপাটা কে…??আমাদের ভাবি…?? 🙂
দীপা এখন আমারো অবিবাহিত
:ভেংচি: দীপা এখন আমারো অবিবাহিত ভাবী। ভিন্ন ধর্ম ভয়ের অনুশাসন কে এড়াতে পারেনি । ধন্যবাদ ভাই :চা:
অসাধারন ধাধা । এই প্রথম কবিতা
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: অসাধারন ধাধা । এই প্রথম কবিতা কোন পোস্ট শেয়ার দিলাম ওয়ালে ,।
valo laglo. Thanks
🙂 valo laglo. Thanks 🙂
শুরুতেই ধাঁধাটি ধরতে পেরেছি!
শুরুতেই ধাঁধাটি ধরতে পেরেছি! ভাল লাগল…
apnar award Coffee with
apnar award Coffee with Shapan 😀
কোথায়?
কখন?
কোথায়?
কখন?
অসাধারন ক্ষমতা হে
অসাধারন ক্ষমতা হে তোমার..…কবি! ! ! !
are na bhai. Fete geche amar.
are na bhai. Fete geche amar. Modhusudon Babu k khub jealous lagchilo…eta irshwar fol
বাহ !
বাহ ! :ফুল:
(No subject)
:ধইন্যাপাতা: