তুমি যদি বড় হতে চাও,তাহলে বড় হওয়ার জন্য স্বপ্নকে বুকে বেধে সামনে এগিয়ে যাও কেননা বড় হওয়ার জন্য একটা সুযোগই যথেষ্ট। একবার বড় হলে আর কখনো পিছনে তাকাতে হয় না কারন বড় হওয়ার পর অনেক বড়রাই তুমার হাত তুলে ধরবে। ছোট হতে বড় হওয়াটা যতো কঠিন, বড় হতে ছোট হওয়াটা ও প্রায় একই রকম কঠিন।জীবন হলো চলন্ত এস্কেলেটর একবার উঠলে গন্তব্যে ঠিকই পৌছান সম্ভব,এমনকি কারেন্ট না থাকলে ও।
তাই একবার স্বপ্ন কে বাস্তবায়ন করার জন্য মাঠে নামাটাই আসল।
লেখার চেষ্টা করছেন ভালো তবে
লেখার চেষ্টা করছেন ভালো তবে লেখার মান ভালো করার চেষ্টা করুন।
আর লেখাগুলো ফেইসবুক স্ট্যাটাসের মতো ছোট আকারে না লিখলেই ভালো।
আমি এই রকম কিছুই প্রত্যশা
আমি এই রকম কিছুই প্রত্যশা করছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ,দূর্বল কে সবলে পরিনত হউয়ার,উপদেশ প্রদানের জন্য।আপনার এই ক্ষুদ্র স্পর্শ আমাকে অনেক বেশি জাগ্রত করবে।
আত্মশুদ্ধির সাথে একমত। এরকম
আত্মশুদ্ধির সাথে একমত। এরকম ছোট্ট লেখা ব্লগে না দেওয়াই ভালো। আপনি তো ভালোই লেখেন। আশা করি চমৎকার সব লেখা পোস্ট করবেন নিয়মিত।
ধন্যবাদ। আমি আমার পোস্ট গুলি
ধন্যবাদ। আমি আমার পোস্ট গুলি অবস্যই বড় ও চলন্ত সৌন্দর্যে পরিপূর্ণ করার চেস্টা করবো।
চালিয়ে যান ভাই
চালিয়ে যান ভাই :গোলাপ:
এগিয়ে যাওয়ার জন্যই পথে
এগিয়ে যাওয়ার জন্যই পথে নামা,কিন্তু আধারে আলো কিন্তু আপনারা। ধন্যবাদ ছোট পোস্ট কে বড় করার উদ্দিপনা সৃস্টি করানোর জন্য।
হুম, চেষ্টা চালিয়ে যান।
হুম, চেষ্টা চালিয়ে যান।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।