আমার মতো কে আর আছে
ভালবেসে খুন করেছে
আলতা – সিঁদুর, ঘোমটা – ঘুঙুর ?
তোমার বাড়ির নিদ পুকুরে
গভীর রাতের দ্বি – প্রহরে
কে আর খোঁজে আমার মতো
হারিয়ে ফেলা পায়ের নূপুর ?
আমার মতো কে আর আছে
ভালবেসে খুন করেছে
আলতা – সিঁদুর, ঘোমটা – ঘুঙুর ?
তোমার বাড়ির নিদ পুকুরে
গভীর রাতের দ্বি – প্রহরে
কে আর খোঁজে আমার মতো
হারিয়ে ফেলা পায়ের নূপুর ?
দুঃখ, জেনো সঙ্গী – সাথি
ভাই – বেরাদার প্রতিবেশি
দুঃখটাকে পুড়িয়ে দিয়ে
উড়িয়ে দিয়ে ওই আকাশে
বিনিময়ের মাল্য ভেবে
অমূল্য এক সুখকে আমি
খুব গোপনে জমিয়ে রাখি ।
আমি তোমার দুঃখ রাতের
আঁধারটুকু নেবো,
জমিয়ে রাখা সুখগুলোকে
তোমার হাতে দেবো ।
আলোর মতো সে সুখ তুমি
শাড়ির মতো পোরো,
আঁধার ছুঁলেই আমায় পাবে
চোখের কাজল কোরো ।
২৩ মে’ ১৪, ঢাকা ।
দারুণ লিখেছেন! শব্দচয়নও ভালো
দারুণ লিখেছেন! শব্দচয়নও ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ শেহজাদ আমান ভাই
অনেক ধন্যবাদ শেহজাদ আমান ভাই ।
খুবই দুঃখজনক এখানে কবিতা
খুবই দুঃখজনক এখানে কবিতা পোস্ট করলে বিন্যাস ঠিক থাকে না । মানে হল স্পেস দেয়া যায় না । অথচ ফেসবুকের নোটসে স্পেস দিয়ে লেখা যায় । এর কি কোন সমাধান আছে ? কবিতাটির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ এর ইজ্জত মেরে দিয়েছে :কথাইবলমুনা:
ভালো লাগল কবিতাটি।
ভালো লাগল কবিতাটি। :থাম্বসআপ:
আপনাকে ধন্যবাদ !
আপনাকে ধন্যবাদ !
:ফুল:
দারুণ!
দারুণ!
রাহাত মুস্তাফিজ ভাই
রাহাত মুস্তাফিজ ভাই :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
চরম
চরম