আমি নই, ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবার পূজা করা কর্তব্য বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জামায়াতে শয়তানের হিডেন আমির লুঙ্গি মজহার-খ্যাত বাংলাদেশের বিতর্কিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার।
শিবিরের বল্যশিক্ষা বলে পরিচিত অনলাইন নিউজ পোর্টাল নতুনবার্তা ডটকম-এ প্রকাশিত এক কলামে এই দাবি করেছেন ম্যাটম জিয়ার নিষিদ্ধ বয়ফ্রেন্ড মজহার।
আরবী হরফ ‘আলিফ’কে উত্থিত লিঙ্গের সাথে তুলনা করা কবি নামের এই খবিশ তার কলামে আরও কইছে, ‘মোদি ভারতের শুধু নন, নয়া উদারনৈতিক অর্থব্যবস্থার নব্য অবতার তিনি। তাকে সেভাবে বোঝাটাই বেশি জরুরি।’
আমি নই, ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবার পূজা করা কর্তব্য বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জামায়াতে শয়তানের হিডেন আমির লুঙ্গি মজহার-খ্যাত বাংলাদেশের বিতর্কিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার।
শিবিরের বল্যশিক্ষা বলে পরিচিত অনলাইন নিউজ পোর্টাল নতুনবার্তা ডটকম-এ প্রকাশিত এক কলামে এই দাবি করেছেন ম্যাটম জিয়ার নিষিদ্ধ বয়ফ্রেন্ড মজহার।
আরবী হরফ ‘আলিফ’কে উত্থিত লিঙ্গের সাথে তুলনা করা কবি নামের এই খবিশ তার কলামে আরও কইছে, ‘মোদি ভারতের শুধু নন, নয়া উদারনৈতিক অর্থব্যবস্থার নব্য অবতার তিনি। তাকে সেভাবে বোঝাটাই বেশি জরুরি।’
তাইন বলেন, ‘তাকে ‘পূজা’ করা আমাদের সবার কর্তব্য- জগদীশ ভগবতীর লেখা থেকে এই ইঙ্গিত পেয়ে তার কাছে আমাদের কৃতার্থ থাকা উচিত। কারণ মোদি বিপ্লব করতে এসেছেন।’
তার এহেন বক্তব্যের পরে আমার কইতে মুন চায়-মজহার তর মায়রে আব্বা। তুই একটা মুদির পুত।
অমর্ত্য সেনের মোদি বিরোধীতার প্রসঙ্গ টেনে ফরহাদ মজহার বলছুইন, ‘অমর্ত্য সেন গোসস্যা করলেও আমাদের কিছুই করার নাই। বরং তাকে জানিয়ে দেওয়া মন্দ নয় যে দিল্লি থেকে কংগ্রেসের অপসারণ বাংলাদেশে আমাদের সাময়িক স্বস্তির কারণ হয়েছে। আর, বামপন্থিদের ভরাডুবিতে আমরা কাতর নই, এটা তাদের প্রাপ্য ছিল।’
মঙ্গলবার রাত ১২টা ৩৬ মিনিটে এই কলামটি ‘ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশের চেয়ে প্রকাশ্য হিন্দুত্ববাদ ভালো’ শিরোনামে শিবিরের বল্যশিক্ষা বলে পরিচিত নতুনবার্তা ডটকম-এ প্রকাশ করা হয়।
ফরহাদ মজহার তার বিশাল লেখায় মোদি বন্দনা করে বলেন, ‘মোদি অভিজ্ঞ এবং তার পেছনে আরএসএস ও ভারতীয় জনতা পার্টির মতো সুসংগঠিত দল রয়েছে। সর্বোপরি রয়েছে হিন্দুত্ববাদী আদর্শ যা হিন্দু ভারতকে ঐক্যবদ্ধ করতে সম। দুর্নীতিই যদি রাজনীতির ইস্যু হয় তাহলে কেজরিওয়ালের আম আদমি পার্টির চেয়েও ভারতীয় জনতা পার্টিকে ভারতের জনগণ অধিক উপযুক্ত মনে করার মধ্যে ভুল নাই। বাংলাদেশের জনগণের জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে।’
তিনি মোদির প্রকাশ্য হিন্দুত্ববাদকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘কংগ্রেস ও ভারতের বামপন্থি দলগুলো সাম্প্রদায়িকতাকে ধর্মনিরপেতার আলখেল্লা দিয়ে যেভাবে ঢেকে রাখে, তার চেয়ে খোলামেলা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি অনেক অনেক ভালো। কপট হিন্দুত্ববাদিতার চেয়ে অকপট ও স্বচ্ছ হিন্দুত্ববাদ মোকাবিলা করা সহজ।’
এছাড়াও বিশাল কলামজুড়েই ভারতে বিগত কংগ্রেস শাসনের সমালোচনা করে মোদির আগামী দিনের সম্ভাবনার প্রত্যয় ব্যক্ত করেছেন কবি ও লেখক ফরহাদ মজহার।
এখন জানবার মুনে চায়, কই গেলিরে শিবিরের পোলাপান…মানুষ পূজা করিবার ইচ্ছা করিয়া তোদের আব্বা মজহার করে নাই কি ইসলামের অপমান? কিছু ক তোরা। কছ না ক্যারে?
(No subject)
😀
মাজাহাইররার মারে
মাজাহাইররার মারে বাপ।হ্রামজাদা হ্রামীর লুঙ্গী খুইল্যা পাছার উপ্রে গরম পানি ঢাইল্লা দেওয়া উচিত্ হ্রামী যেন কুয়ান্কার।
মজাহারীয় কাজকর্ম বিনোদন দেয়।
মজাহারীয় কাজকর্ম বিনোদন দেয়।