দৃশ্যমান আকার/আকৃতি বা বস্তুর বাইরেও রহস্যময় এই পৃথিবীতে প্রতিনিয়তই দৃশ্যের বাইরেও থাকে অদেখা দৃশ্য,আলো ছায়ার অসংগায়িত শৈল্পিক খেলায় মানুষের জীবনে প্রতিটি জীবনাচরনই আসলে বহুমাত্রিক শিল্পিত প্রতিক্রিয়া যা রঙ,রুপ,রেখা,বিন্দু নানা চিত্রে দেখা দেয় বিচিত্র ঢঙে। এই নিয়েই সমাজের বিভিন্ন স্তরের ভিন্ন-ভিন্ন মানসিকতার মানুষের রহস্যময় ধারাবাহিক নিত্যনৈমিত্তিক জ্যামিতিক আচরণ।
দৃশ্যমান আকার/আকৃতি বা বস্তুর বাইরেও রহস্যময় এই পৃথিবীতে প্রতিনিয়তই দৃশ্যের বাইরেও থাকে অদেখা দৃশ্য,আলো ছায়ার অসংগায়িত শৈল্পিক খেলায় মানুষের জীবনে প্রতিটি জীবনাচরনই আসলে বহুমাত্রিক শিল্পিত প্রতিক্রিয়া যা রঙ,রুপ,রেখা,বিন্দু নানা চিত্রে দেখা দেয় বিচিত্র ঢঙে। এই নিয়েই সমাজের বিভিন্ন স্তরের ভিন্ন-ভিন্ন মানসিকতার মানুষের রহস্যময় ধারাবাহিক নিত্যনৈমিত্তিক জ্যামিতিক আচরণ।
এমন বিষয় সংমিশ্রনে তরুণ চলচ্চিত্রকার রাবিউ সাধন শোয়াইব তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচিত্র “অভিব্যক্তির বিমূর্ত্য কোলাজ”। চারপাশে ঘটে চলা মানুষের অভিব্যক্তিগুলো প্রতিনিয়ত আমরা যা দেখছি সে সব অভিব্যক্তিগুলো আমাদের কাছে অস্পষ্ট বা বিমূর্ত্য। এইসব অস্পষ্ট বা বিমূর্ত্যগুলো না জেনে নিজের ভেতর ধারণা পোষন করি। এসব ধারণাগুলোও থাকে অস্পষ্ট। এইসব বিমূর্ত্য অভিব্যক্তিগুলো জিওগ্রাফিকাল ও আর্টফ্রম মাধ্যম হিসেবে ব্যবহার করে সেইসব বিমূর্ত্য অস্পষ্ট অভিব্যক্তিগুলোর ধারনা করার চেষ্টা করা হয়েছে।
আগামী ২৩মে ২০১৪ রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল নাইন ফিল্মটকিজ এর অন এয়ারের মাধ্যমে
“অভিব্যক্তির বিমূর্ত কোলাজ” স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি রিলিজ করা হচ্ছে।
ক্রেডিট লাইনঃ
> স্ক্রিপ্ট পরিচালনায়ঃ রাবিউ সাধন শোয়াইব
> অভিনয়ঃ জ ই সুমন, ইসরাত জাহান শর্মি, আবির মাহমুদ
> সিনেমাটোগ্রাফিঃ রাবিউ সাধন শোয়াইব
> মিউজিক=সংগ্রহ
> লোকেশন- কবি নজরুল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়
> এডিটর-সাব্বির মাহমুদ
> পোষ্ট প্রোডাকশন- মিডিয়া এইড বাংলাদেশ।
> মিডিয়া পার্টনার- ইস্টিশনব্লগ ডটকম, ঢালিউড টোয়েন্টিফোর ডটকম
> প্রোযজনায়ঃ রাবিউ সাধন শোয়াইব
সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রন রইল।
হুম আতিক ভাই
হুম আতিক ভাই
হুম কি? কিছু বলেন। এইভাবে
হুম কি? কিছু বলেন। এইভাবে ফাঁকিবাজি মন্তব্য দিয়ে আর কতো ফাঁকি দিবেন আকাশ ভাই? :শয়তান:
১৩ না ১৪
১৩ না ১৪
(No subject)
:ফেরেশতা:
kylen না কে আতিক ভাই
kylen না কে আতিক ভাই 😀
অপেক্ষায় রইলাম।
অপেক্ষায় রইলাম।
আফসোস ঐ দিন দেখা হবে না।রিপিট
আফসোস ঐ দিন দেখা হবে না।রিপিট প্রোগ্রাম কখন?
রিম্মাইন্ডার সেট করতে হবে।
রিম্মাইন্ডার সেট করতে হবে। :হাহাপগে: :হাসি: :নৃত্য: 😀