কি লাভ হোলো নষ্ট হয়ে
সেইতো শেষে কষ্ট পেলে
জানতে যদি কি হারালে
কি ছড়ালে চন্দ্রালোকে
কি লাভ হল নষ্ট হয়ে
উজাড় করে ভালোবেসে,
রেখেছিলে আপন করে
হীদয় দিয়ে আগলে রেখে
আচল দিয়ে ঢাকলে যাকে
উধাও হল এক নিমিষে
কি লাভ হোলো নষ্ট হয়ে
সেইতো শেষে কষ্ট পেলে
জানতে যদি কি হারালে
কি ছড়ালে চন্দ্রালোকে
কি লাভ হল নষ্ট হয়ে
উজাড় করে ভালোবেসে,
রেখেছিলে আপন করে
হীদয় দিয়ে আগলে রেখে
আচল দিয়ে ঢাকলে যাকে
উধাও হল এক নিমিষে
কি লাভ হল ভালোবেসে
সেইতো শেষে কষ্ট পেলে,
হাত বাড়িয়ে বুকে টেনে
বসালে যাকে রাজ আসনে
বিলিয়ে দিলে সবটুকু রং
যেটুক ছিল তোমার কাছে
ভাবলেনা যে একটি বার ও
কি লাভ এতো ভালোবেসে,
এখন তুমি নষ্ট হয়ে
চুল উড়িয়ে পস্ট হাওয়ায়
সূর্যস্নানে নিচ্ছো ধুয়ে
দেহের যতো পাপের আচড়
ভাবছোনা যে একটিবার ও
থাকলে তাতে কি আসে যায়
আছো তুমি আগের মতই
ভুল করেছো ভালোবেসে।
সবাই সবার ভালবাসার গভীরতা
সবাই সবার ভালবাসার গভীরতা বোঝেনা। সবার বোঝার ক্ষমতাও নেই। কোনদিন হবেও না।
রেখেছিলে আপন করে
হিদয় দিয়ে
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :
ধন্যবাদ শঙ্খনীল কারাগার
ধন্যবাদ শঙ্খনীল কারাগার ভাইয়া…
হাত বাড়িয়ে বুকে টেনে বসালে
চমৎকার লাগলো… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ধন্যবাদ ফাতেমা জোহরা আপা…
ধন্যবাদ ফাতেমা জোহরা আপা…
ভালো লাগলো , কিছু বানান ভুল
ভালো লাগলো , কিছু বানান ভুল আছে । ঠিক করে নিবেন । শুভেচ্ছা 🙂
ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত
ধন্যবাদ রাফিউজ্জামান সিফাত ভাই।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ অন্ধকারের যাত্রী ভাই
ধন্যবাদ অন্ধকারের যাত্রী ভাই