——————————-
একটি তাত্ত্বিক ব্যাখ্যা আছে। বিজেপি ও বিএনপি দুটোই মৌলবাদের আশ্রয়-প্রশ্রয় দেয়। এছাড়া বিএনপির সঙ্গে জামায়াত রয়েছেই। বিশ্বব্যাপী মৌলবাদী দলগুলোর মধ্যে এক ধরনের গোপন সম্প্রীতি ও আত্মিক টান লক্ষ্য করা যায়। এক নেশাসক্ত ব্যক্তি যেমন আরেক নেশাসক্ত ব্যক্তির প্রতি আত্মিক টান দেখায় ঠিক তেমন টান। এরা স্বগোত্রীয় না হলেও চারিত্রিক বিচারে স্বজাতীয়। তাই পৃথিবীর এক প্রান্তের মৌলবাদীরা অন্য প্রান্তের মৌলবাদীদের আনুকূল্য পাবে এমন তাত্ত্বিক আশা করাই যেতে পারে।
——————————-
একটি তাত্ত্বিক ব্যাখ্যা আছে। বিজেপি ও বিএনপি দুটোই মৌলবাদের আশ্রয়-প্রশ্রয় দেয়। এছাড়া বিএনপির সঙ্গে জামায়াত রয়েছেই। বিশ্বব্যাপী মৌলবাদী দলগুলোর মধ্যে এক ধরনের গোপন সম্প্রীতি ও আত্মিক টান লক্ষ্য করা যায়। এক নেশাসক্ত ব্যক্তি যেমন আরেক নেশাসক্ত ব্যক্তির প্রতি আত্মিক টান দেখায় ঠিক তেমন টান। এরা স্বগোত্রীয় না হলেও চারিত্রিক বিচারে স্বজাতীয়। তাই পৃথিবীর এক প্রান্তের মৌলবাদীরা অন্য প্রান্তের মৌলবাদীদের আনুকূল্য পাবে এমন তাত্ত্বিক আশা করাই যেতে পারে।
তবে প্রশ্ন হলো- কেন হঠাৎ বিএনপির মনে হলো ভারত তাদের পাশে থাকবে? সারাজীবন ভারত বিরোধিতা করে এখন কেন তারা পাকিস্তানমুখী কেবলা পরিবর্তন করে ভারতমুখী হচ্ছেন? তাও আবার গুজরাটে মুসলমানদের রক্তে হাত রাঙানো মোদীর মতো দাঙ্গাবাজ হিন্দু নেতার আনুকূল্য পেতে মরিয়া হয়েছেন। ধর্মকর্ম কোথায় গেল?????
কার্টেসি – banglanews24.com
বি.এন.পি -বাংলাদেশ ন্যাশনাল
বি.এন.পি -বাংলাদেশ ন্যাশনাল পাগল দল 😀
ঠিক বলেছেন।
ঠিক বলেছেন।
হাসিনার কথা কেন বাদ, সেও তো
হাসিনার কথা কেন বাদ, সেও তো কম পা চাটার কাজ রছে না
ফোনে মোদিকে বাংলাদেশ সফরের
ফোনে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ হাসিনার
প্রশ্নটা আমন্ত্রণ নিমন্ত্রণের
প্রশ্নটা আমন্ত্রণ নিমন্ত্রণের নয়। সরকার প্রধান হিসেবে হাসিনা আরেক দেশের সরকার প্রধানকে ফোন, আমন্ত্রণ-নিমন্ত্রণ দিতেই পারে। তেমনি বিরোধী দলের প্রধান হিসেবে খালেদাও মোদিকে যাচ্ছেতাই করতে এবং দিতে পারে। কথা হলো মোদির জয়ে এত আবেগাপ্লুত হয়ে দিবাস্বপ্ন দেখা কেন? মোদির জয়ে বিএনপির উল্লাসটাই চোখে লেগেছে সবার।