ছোট বেলায় আধু ভাইয়ের অনেক গল্প শুনেছি ।বেচারা ভদ্র লোক শুধু ফেল করতো।
পাস করতো না।
বেচারা আধু ভাই কি জানতো, এক সময় এদেশে মন্ত্রী নাহিদ আসবে,
শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধিত হবে। আজ যদি আধু ভাই থাকতো, নিশ্চিত পাস করার সহিত A+ নিয়া ঘরে ফিরতো।
নাতি- নাতনীরা তাকে সংবর্ধনা দিতো। তার বউ তাকে ঘরেরএককোণে নিয়ে আদর করে পান খাওয়াইতো।
আধু ভাইয়ের সময় কোন সরকার ছিল তা
আমার জানা নাই, থাকলে সেই সময়ের শিক্ষা
মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চাইতাম।
আধু ভাইয়ের শিক্ষা জীবন নষ্ট করার জন্য।
May 17,2014
8:10 PM
আদুভাই এবার ক্লাশ নাইনে উঠতো।
আদুভাই এবার ক্লাশ নাইনে উঠতো।
আহারে আপ্নের মনে পরছে আদু
আহারে আপ্নের মনে পরছে আদু ভাইর কথা আর আমার মনে পরছে জামাত নেতা মীজানির কথা!তিনি জেলের বাইরে থাকলে হরতালে C+পাইত।
(No subject)
😀 😀 😀