আমি নই কোনো বন্য হিংস্র
নই কোনো পাষাণ
যদি হতাম তাই, পারতেনা
পারতে দিতামওনা
ছেড়ে যেতে, চলে যেতে দূরে
থেকে আমার ছায়াই।
চলে যাওয়ার সময় ধরতাম ঘিরে
দিতাম বাড়িয়ে থাবা আর ছোবল
যেতে চাইলেও পারতেনা তখন অন্য ভয়ে ।
সাধারণ মানবের মতো এক মানব আমি
মানবের যে গুণ সে গুণেই চলি ।
বুঝিয়েছি তোমায়, আমার সাধ্য ছিলো যতটাই ।
তার পরেও বুঝনি তুমি
বুঝবে হয়তো সেদিন , যেদিন তোমার জন্য এক
ভয়ানক বন্য হিংস্র হবো আমি ………. বন্য হিংস্র হবো আমি …………..
ভালোই।
ভালোই। :তালিয়া: :তালিয়া:
ধন্যবাদ
ধন্যবাদ
আপনি হিংস্র না হয়ে উঠুন – এই
আপনি হিংস্র না হয়ে উঠুন – এই প্রত্যাশায় রইলাম ।
দেখা যাক কী হয়
দেখা যাক কী হয় :থাম্বসআপ:
ভালোই
ভালোই
ধন্যবাদ
ধন্যবাদ