মাননীয় প্রধানমন্ত্রী তৃষ্ণার্ত হয়ে তাঁর একান্ত সহযোগীকে এক গ্লাস জল দিতে বললেন।
একান্ত সহযোগী ভাবলেন শুধু শুধু পানি দেওয়া কেমন হয়, তাই তিনি একটু লেবু চিপে দিলেন।
তারপর আরেকজনকে গ্লাসটি দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
লোকটি ভাবলেন, শুধু লেবু পানি?—- একটু চিনি দিলে কেমন হয়?
তিনি দুচামচ চিনি দিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
লোকটি ভাবলেন, যদি শরবত-ই দেই, তবে শুধু কেন চিনি শরবত?
তিনি দুচামচ নিউট্রি-সি গুলিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
মাননীয় প্রধানমন্ত্রী তৃষ্ণার্ত হয়ে তাঁর একান্ত সহযোগীকে এক গ্লাস জল দিতে বললেন।
একান্ত সহযোগী ভাবলেন শুধু শুধু পানি দেওয়া কেমন হয়, তাই তিনি একটু লেবু চিপে দিলেন।
তারপর আরেকজনকে গ্লাসটি দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
লোকটি ভাবলেন, শুধু লেবু পানি?—- একটু চিনি দিলে কেমন হয়?
তিনি দুচামচ চিনি দিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
লোকটি ভাবলেন, যদি শরবত-ই দেই, তবে শুধু কেন চিনি শরবত?
তিনি দুচামচ নিউট্রি-সি গুলিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
এবার বলদ লোকটি ভাবল, ম্যাডাম গ্লাশে করে ডাল খাবেন? তো যদি ডাল-ই খাবেন তবে তাতে কিছু ডাল-সম্ভার দেওয়া প্রয়োজন। তিনি কিছু ডাল-সম্ভার ছেড়ে দিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে তা পৌঁছে দিতে বললেন।
লোকটি দেখলেন ডাল-টি নেহায়েত তৈল হীন হয়েছে তাই তিনি কয়েক ফোটা খাটি সরিষার তৈল ছেড়ে দিয়ে আরেকজনকে দিয়ে ম্যাডামের কাছে পৌঁছে দিতে বললেন।
………
………
………
শেষতক, ম্যাডামের হাতে যখন গ্লাসটি গেল তখন তিনি প্রথম চুমুক দেওয়ার পর হতভম্ব হয়ে চিতকার দেবেন না ভিরমি খাবেন তা ঠাওর করবার পূর্বেই চুপ করে গেলেন।
………
………
তিনি ভেবে দেখলেন দোষটা তাহারই, তিনি সঠিক কাজের জন্য সঠিক লোক নিয়োগে ভুল শিদ্ধান্ত গ্রহন করেছিলেন।
হুম, বুঝলাম। প্রধানমন্ত্রীর
হুম, বুঝলাম। প্রধানমন্ত্রীর দলে এই রকম আবালে ভরপুর। এসব আবালের আবলামীর দায়ভারটা কিন্তু প্রধানমন্ত্রীর।
উপযুক্ত লোক নির্বাচনের দায়টা
উপযুক্ত লোক নির্বাচনের দায়টা অবশ্যই প্রধানমন্ত্রীর তবে সব দায় প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে নিষ্কৃতি পাবার দায় সবার হওয়া উচিত নয়।
ধন্যবাদ।
একমত! তবে, কেউ যদি গফাদারদের
একমত! তবে, কেউ যদি গফাদারদের গডমাদার হয়, তাহলে কিন্তু সমস্যারে ভাই…!
হা হা হা হা ———– সব
হা হা হা হা ———– সব আবুলের আর মখার দল
সব আবুলের আর মখার দল
আমার মতো
আমার মতো আবুল আর আপনার মতো মখা মিলেই…………
শেষতক, ম্যাডামের হাতে যখন
ভিরমি খেয়ে চুপ করে থাকলে কেমনে হবে? তাইলে তো ভবিষ্যতেও এই আবুল/মখার দল একই কাজ করেই যাবে। এবং তাই হয়ে আসছে।
চেতনার লীজ দিয়ে ফেলছে, এখন
চেতনার লীজ দিয়ে ফেলছে, এখন ভিমড়ি খাওয়া ছাড়া আর কোন উপায় কি আছে?
তাইলে তো ভবিষ্যতেও এই
……… আর সমালোচনা করার জন্য আমরা তো আছি-ই!
রাজনীতিতে ধান্ধাবাজি করতে হলে
রাজনীতিতে ধান্ধাবাজি করতে হলে সঠিক জায়গায় সঠিক লোক নির্বাচন করা যায় না রে পাগলা! খালেদা জিয়ার থেকে বাড়ি কেড়ে নিয়ে নিজের বোনের নামে মাত্র ১০০১ টাকার বিনিময়ে বাড়ি বরাদ্ধ করার নামই হচ্ছে আওয়ামী গণতন্ত্র। সব কিছুই বুমেরাং হবে। অপেক্ষা করেন সময়ের জন্য।
রাজনীতিতে ধান্ধাবাজি করতে হলে
আপনার শব্দ চয়ন এবং সম্ভাষণে অভিভুত না হয়ে পারলাম না!
শব্দচয়নে বেশী ভুল করে ফেললাম
শব্দচয়নে বেশী ভুল করে ফেললাম নাকি?…. ‘পাগলা’ শব্দটা রূপক অর্থে বলেছি, কষ্ট পেয়ে থাকলে- চরি। কিন্তু বাকি কথাগুলো কি ভুল বলেছি?
কষ্ট পেয়ে থাকলে- চরি।
আপনার
আপনার মতোই হয়েছে। আবারো ধন্যবাদ।
ভাল বলেছেন…! আমরা বাংলাদেশে
ভাল বলেছেন…! আমরা বাংলাদেশে সত্যিকার গণতন্র দেখার অপেক্ষায়!
চুপ, এসব কথা বলতে নেই!
গুম
চুপ, এসব কথা বলতে নেই!
গুম হয়ে যাবেন নাকি?
খাঁটি কথা
খাঁটি কথা
গুম হয়ে যাবেন নাকি?
গুম হয়ে
গুম হয়ে যাবো কি না জানিনা কিন্তু গুম মেরে বসে থাকাও তো সাজে না।
উপযুক্ত লোক নির্বাচনের দায়টা
সহমত ।
প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকতে
প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকতে হলে এক্তি মাত্র গুন লাগে আর তা হল চাটুকারিতা।