আন্দোলনের একটা সাফল্য আসতে না আসতেই সকলের কামনা-বাসনা খুজলি-পাঁচড়ার মত বেড়িয়ে পড়ছে…
রাজনৈতিক দলগুলোও আর ঘোমটা সামলে রাখতে পারছে না। চার কিংবা আঠেরো, যে যেভাবে পারছে নিজেকে চাগিয়ে ধরার প্রতিযোগিতা শুরু করেছে। এক জন তো উঠতে উঠতে চাঁদের দেশেই উঠে গেল। গাঁজা টানারও একটা সীমা আছে!! আর আমরাও বাস্তব সমস্যাগুলো সাজিয়ে রেখে মহাকাশ গবেষণায় মহা-ব্যাস্ততা দেখাচ্ছি..!!
আন্দোলনের একটা সাফল্য আসতে না আসতেই সকলের কামনা-বাসনা খুজলি-পাঁচড়ার মত বেড়িয়ে পড়ছে…
রাজনৈতিক দলগুলোও আর ঘোমটা সামলে রাখতে পারছে না। চার কিংবা আঠেরো, যে যেভাবে পারছে নিজেকে চাগিয়ে ধরার প্রতিযোগিতা শুরু করেছে। এক জন তো উঠতে উঠতে চাঁদের দেশেই উঠে গেল। গাঁজা টানারও একটা সীমা আছে!! আর আমরাও বাস্তব সমস্যাগুলো সাজিয়ে রেখে মহাকাশ গবেষণায় মহা-ব্যাস্ততা দেখাচ্ছি..!!
দৌড় প্রতিযোগিতায় সয়ং ব্লগাররাও পিছিয়ে নেই। আড়ালে থেকে সাধ্যমত কাদা ছোড়াছুড়িতে ব্যাস্ত। কেউ হয়ত চোখে-চোখে পড়ে যেতে লজ্জা পেয়ে কিছু দিন চুপচাপ থাকছেন। কিন্তু ক’দিন পরে আবার শুরু। মানছি লেখকরা ফেইম-সিকার হয়। এটাই স্বাভাবিক। তবে, ইতরামীর তো একটা লিমিট থাকা চাই…!!
আমাদের মত নুন আনতে পান্তা ফুরানোর দেশে বছর জুড়ে কানামাছি ভোঁ-ভোঁ খেলা মানায় না। সরকার এবং বিরোধী দল দু’পক্ষকেই বলছি, আপনারা ঝেড়ে কাশুন..
দেশ অচল হয়ে আছে। মানুষের বাড়ি-ঘর পুড়ছে। নির্বোধ কিছু অন্ধ সমর্থকেরা রাস্তায় মরে পড়ে থাকছে। যে দলেরই হোক, সেও এদেশের মানুষ। তার স্বজনদের চোখেও পানি আছে।
কলকারখানার উৎপাদন বন্ধের পর্যায়ে। ফরেইন-রেভিন্যু’র দিকে হা করে তাকিয়ে থেকে কত দিন পেট চালাবেন..??
ওরাও যদি দেশের এই অবস্হায় টাকা পাঠানো বন্ধ করে পরিবার-পরিজনদের বিদেশে নিয়ে যেতে চায়..?? করার কী থাকবে আমাদের..??!!
আবোল-তাবোল কথা বলে দাতা সংস্থাগুলোকে ক্ষেপিয়ে দিয়েছেন। ঋন করে পেট চানানোও অসম্ভব। আর রাজনৈতিক অস্থিতিশীল দেশে প্রেমের টানে কেউ ঋন দিতে ছুটে আসবে ভেবে থাকলে ভূল করবেন। কারেন্সী-রিজার্ভ তো তলানীতে..দুদিন পরে দুর্ভিক্ষ দেখা দিলে কী করার থাকবে..??!!
ঠাট্টা নয়, এগুলো বাস্তব সমস্যা। ত্যানা প্যাচাপেচী না করে দু’পক্ষ ঝটপট নিজ নিজ উদ্দেশ্য বলে ফেলুন। সময় এসেছে দুই নেত্রীর সংলাপে বসার। আপনাদের বাড়াবাড়িতে আমরা মরতে পারি না। এ প্রজন্ম বড়ই ক্ষ্যাপাটে। বাড়াবাড়ি দেখলে প্রাণ-প্রিয় নেত্রীদ্বয়কেও তুলে নিয়ে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে দ্বিধা করবে না।
(No subject)
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
নজরুলের ভাষায় বলতে হয়-
দেখিয়া
নজরুলের ভাষায় বলতে হয়-
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি…
তাই যাহা আসে কই মুখে…
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: