একটা ঘুম দিতে চাই,
নিরব নিস্তব্ধ ঘুম,
নাক না ডাকা ঘুম,
এপাশ ওপাশ না ফেরা ঘুম
ঘুমের মাঝে বিড়বিড় না করা ঘুম
কোন স্বপ্ন না দেখা ঘুম
আর কখনো না জাগা ঘুম ৷
অনেকে তখন পাশে এসে বসবে
ফিসফিসাবে,মাফ চাইবে,উদ্বিগ্ন হবে
একটা ঘুম দিতে চাই,
নিরব নিস্তব্ধ ঘুম,
নাক না ডাকা ঘুম,
এপাশ ওপাশ না ফেরা ঘুম
ঘুমের মাঝে বিড়বিড় না করা ঘুম
কোন স্বপ্ন না দেখা ঘুম
আর কখনো না জাগা ঘুম ৷
অনেকে তখন পাশে এসে বসবে
ফিসফিসাবে,মাফ চাইবে,উদ্বিগ্ন হবে
স্বপ্নের কথা শুনাবে,ভালোবাসার কথা শুনাবে
আমার জট লাগা চুলে আঙ্গুল চালাবে
কানের লতায় চুমু খাবে
কিন্তু আমার চোখের পাতাটিও নড়বেনা ৷৷
ওদিক থেকে,
ঠিক মিটমিট হাসবো আমি
বলি,এখন কেনোরে!!!
আগেই বলেছিলাম,
সাধন করে নে সময় থাকতে
ঘুমিয়ে গেলে কেন ডাকতে আসিস??
(লিখাটি মাসখানেক আগের ৷ দুনিয়ার সব্বার উপর অভিমান হচ্ছিল ৷ তখনি ভালো ছিলাম ৷ এখন সেই অভিমানটুকু করার ক্ষমতা নেই আমার..)
এই রকম মাইক্রো ও মিলি পোস্ট
এই রকম মাইক্রো ও মিলি পোস্ট এর ব্যাপারে আমার আপত্তি আছে তয় লেখাটা মাধুর্য মন্ডিত
যাও এবার নাকে তেল দিয়ে ঘুমাও।
যাও এবার নাকে তেল দিয়ে ঘুমাও। 😀 😀 😀
প্রথম পাতায় এক আইডির থেকে
প্রথম পাতায় এক আইডির থেকে তিনটি পোস্ট কিভাবে থাকে বা আসে! এই ব্যাপারে ইস্টিশন ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
মাফ করে দেন
মাফ করে দেন
আশা করছি সংশ্লিস্ট লেখক এই
আশা করছি সংশ্লিস্ট লেখক এই ব্যাপারে সতর্ক হবেন।