অনেকের শখ থাকে তারা অনেক ট্রাভেল করবে,দুনিয়া দেখবে. পাহাড়, সাগর, অরণ্য….আমি একটা মেয়েকে চিনতাম. ওর কেবল ঘরের শখ ছিল.ছোট একটা ঘর, টিনের চালের.যাতে বৃষ্টি হলে শব্দ শোনা যায়.বাসার সামনে লাল সিমেন্টের বারান্দা. “লাল সিমেন্টের মেঝে দেখলে কেমন শান্তি শান্তি লাগে তাইনা” মেয়েটা বলেছিল একবার আমাকে. পাগল টাইপের ছিল. বাসার সামনে ফুলের, আর ব্যাক ইয়ার্ডে সবজি বাগানের প্ল্যান করেছিল. হাঁসও পালার চিন্তায় ছিল.সন্ধ্যা হলে বাড়িতে আলো দেয়া হয়ে গেলে সে নাকি হাঁসগুলোকে খোয়াড়ে ঢুকোবে!!! বুঝুন এবার!!
অনেকের শখ থাকে তারা অনেক ট্রাভেল করবে,দুনিয়া দেখবে. পাহাড়, সাগর, অরণ্য….আমি একটা মেয়েকে চিনতাম. ওর কেবল ঘরের শখ ছিল.ছোট একটা ঘর, টিনের চালের.যাতে বৃষ্টি হলে শব্দ শোনা যায়.বাসার সামনে লাল সিমেন্টের বারান্দা. “লাল সিমেন্টের মেঝে দেখলে কেমন শান্তি শান্তি লাগে তাইনা” মেয়েটা বলেছিল একবার আমাকে. পাগল টাইপের ছিল. বাসার সামনে ফুলের, আর ব্যাক ইয়ার্ডে সবজি বাগানের প্ল্যান করেছিল. হাঁসও পালার চিন্তায় ছিল.সন্ধ্যা হলে বাড়িতে আলো দেয়া হয়ে গেলে সে নাকি হাঁসগুলোকে খোয়াড়ে ঢুকোবে!!! বুঝুন এবার!!
একবার আমাকে জিগ্যেসও করেছিল ঢেঁকি পাওয়া যাবে নাকি. তার নাকি ঢেঁকির খুব শখ. আমি মজা করে বলতাম, “আর কি,তবে একটা পুকুরও কেটে ফেল, বেশ মাছ চাষ করতে পারবে”.. তাই শুনে চোখ চকচক করত মেয়েটার. আমি বলতাম, “তোমার তো ভাই সবই প্ল্যান করা,এবার বিয়ে থা করে ফেল. তা বাচ্চা কটি নেবে ঠিক করলে হে??” লজ্জা লজ্জা মুখে মেয়েটি বলেছিল “যে কটি হয়”. তার নাকি খুব শখ সন্ধ্যা হলে হারিকেন জ্বেলে বারান্দায় সে বাচ্চাদের পড়তে বসাবে. “বাচ্চা কাচ্চা বেশি থাকলেই তো ভালো. বড় গাছটা তে দোলনা টানিয়ে দিব, বেশ দোল খাবে” বলত, আর হাসতো মেয়েটা. ভালই লাগত আমার. এমন ঘরোয়া স্বপ্ন খুব একটা দেখা যায়না..
মাঝে অনেকদিন মেয়েটার সাথে যোগাযোগ হয়নি . সেদিন দেখা হলো. অনেক বদলে গেছে. দিশেহারা চোখমুখ. সেই স্বপ্ন স্বপ্ন ভাবটা আর নেই. ছিপছিপে শরীরটা অসুস্থ রকমের স্থুল এখন. আমি বললাম, “একি হাল হয়েছে বলত তোমার? কাহিনী কি?” তেমন কিছুই বল্লোনা. শুধু বলল হিসেবে নাকি ভুল হয়ে গেছে. বলল ওর স্বপ্নগুলো চুরি হয়ে গেছে. বুঝলাম স্বপ্ন হারালে বুঝি এভাবেই পথে বসে মানুষ.
আমাদের চিরন্তন নারীর গল্প।
আমাদের চিরন্তন নারীর গল্প। স্বপ্ন হারালেও মানুষ হারে না। লিখা আরও বড় করলে ভাল হত।
ঐযে…একদমই গুছিয়ে বলতে
ঐযে…একদমই গুছিয়ে বলতে পারিনা ৷ হঠাৎ শুরু, হঠাৎ শেষ ৷
ভালো লাগল কিন্তু এমন অনু
ভালো লাগল কিন্তু এমন অনু পোস্টে আমার আপত্তি আছে
আসলে কি,নিজেকে নিজের কথা
আসলে কি,নিজেকে নিজের কথা শুনানোর জন্যই এখানে আসা ৷ সবার ওজর আপত্তি শুনতে শুনতে আসলে ক্লান্ত লাগে ৷
ভালো লাগার জন্যে ধন্যবাদ ৷
আমিও একটু ওজর-আপত্তি করি,
আমিও একটু ওজর-আপত্তি করি, বাংলা লেখায় দাড়ির বদলে ডট কেন?
এমনিতেই, আমার ইচ্ছে ৷৷
এমনিতেই, আমার ইচ্ছে ৷৷
লেখাটা ভাল্লাগছে। বর্ননার
লেখাটা ভাল্লাগছে। বর্ননার ভঙ্গিটা দারুণ। কিন্তু বাংলা ভাষার লেখায় ফুলস্টপের ব্যবহার কেমন জেন লাগছে। লেখকের স্বাধীনতা অবশ্যই থাকবে, কিন্তু সেটা ভাষার ব্যকরন ভেঙে না করলেই কি নয়? আশা করি বিষয়টা ভেবে দেখবেন আরেকবার। শুভকামনা রইল।
আহারে মেয়ে কত স্বপ্ন কত আশা
আহারে মেয়ে কত স্বপ্ন কত আশা নিয়ে বিয়ে করে, সব মাটি
ঠিক আছে পরেরবার থেকে ঠিক করে
ঠিক আছে পরেরবার থেকে ঠিক করে লিখব ৷