আমি বেশি কথা বলতে পারিনা ৷ কারণ আমি গুছিয়ে কথাই বলতে পারিনা ৷ যদিও আমার অনেক কথা এবং সেগুলা কেউ শুনলো কি শুনলোনা তাতেও আমার কিছু আসে যায়না ৷ নিজেকেই শুনানোর জন্যই এখানে আসা,যা খুশি তাই লিখার জন্যেই এখানে আসা ৷ ডায়রি লিখা যেত কিন্তু সবসময় ডায়রি বয়ে বেড়ানো হয়না ৷ আমার কোনো বন্ধু নেই ৷ আমার কথা শুনার কেউ নেই ৷ তাই নিজেকেই নিজের কথা শুনানোর জন্যে এখানে আসা ৷ আমার প্রতি রইলো আমার নিজের শুভকামনা ৷
এটা ব্লগ, পরীক্ষার খাতা না।
এটা ব্লগ, পরীক্ষার খাতা না। তাই গুছিয়ে না লিখলে কোন সমস্যা নাই। আমার মত অশিক্ষিত মানুষ যদি দুই চারটা এলোমেলো আজগুবি লাইন লিখতে পারে, তাহলে আপনিও অবশ্যই পারবেন। ইষ্টিশনে স্বাগতম। :ধইন্যাপাতা: :গোলাপ: :এখানেআয়: :মানেকি: :থাম্বসআপ: :নৃত্য: :বুখেআয়বাবুল: :হাসি: :হাহাপগে: :শয়তান: :ফুল: :টাইমশ্যাষ: :মাথানষ্ট:
স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ
স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ ৷
স্বাগতম আপনাকে।
স্বাগতম আপনাকে। :ফুল:
অরে আমারে ধর , বিদেশিনীকে
অরে আমারে ধর , বিদেশিনীকে সবাগতম
আরে ও তো বিদেশিনী না,
আরে ও তো বিদেশিনী না, বিনোদিনী । :হাসি: :হাসি: :হাসি: :হাসি: