আমাদের সমাজে বাবা মায়েরা সন্তান মানে আমাদের জন্ম দিয়ে আমাদের মহা ঋণী করে রেখেছেন । মানলাম সন্তান তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে ।
কিন্তু সন্তান কি আসতে চেয়েছিলো ?
সন্তান ভুমিষ্ট হবার আগ পর্যন্ত তাদের কাছে কোন রকম বায়না করে নাই যে , আমাকে আনো, লালন পালন করো । এটা প্রত্যেক বাবা মা করে থাকেন নিজের ভাললাগা ধরে রাখার জন্য। মাতৃত্ব/পিতৃত্বের স্বাদ আস্বাদন করার জন্য । সন্তানকে সুখ দেবার জন্য তারা সন্তানকে পৃথিবীতে আনেন না ।
*তবে কেন সন্তান ঋণী থাকবে বাবা মা তাকে জন্ম দিয়েছে বলে ?
আমাদের সমাজে বাবা মায়েরা সন্তান মানে আমাদের জন্ম দিয়ে আমাদের মহা ঋণী করে রেখেছেন । মানলাম সন্তান তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে ।
কিন্তু সন্তান কি আসতে চেয়েছিলো ?
সন্তান ভুমিষ্ট হবার আগ পর্যন্ত তাদের কাছে কোন রকম বায়না করে নাই যে , আমাকে আনো, লালন পালন করো । এটা প্রত্যেক বাবা মা করে থাকেন নিজের ভাললাগা ধরে রাখার জন্য। মাতৃত্ব/পিতৃত্বের স্বাদ আস্বাদন করার জন্য । সন্তানকে সুখ দেবার জন্য তারা সন্তানকে পৃথিবীতে আনেন না ।
*তবে কেন সন্তান ঋণী থাকবে বাবা মা তাকে জন্ম দিয়েছে বলে ?
*সন্তান জন্ম দেয়ার প্রক্রিয়াতে যদি যৌনতা না থাকতো তবে পৃথিবীর জনসংখ্যা কত হত ভাবতে পারেন কি?
বাবা-মা সন্তান কে সামনে রেখে মেনে নেন পারিবারিক কোন্দল, দাম্পত্য কলহ , এমনকি অসামাজিক পরকীয়াও । সেখানে শিশুটি পালন করে তাদের জীবনে বেঁচে থাকার অনন্য ভুমিকা ।
*ভাবেন তো সেই পরিবারগুলোতে শিশুটি না হলে কটা পরিবারের অস্তিত্ব টিকে থাকতো আজ ?
*আর পরিবার না থাকলে কি দরকার হতো রাষ্ট্রের ?
মজার ব্যাপার লাগে আমার কাছে , বাবা ঘুষ খান, চুরি করেন , অবৈধ উপায়ে রোজগার করেন, আর ভাবেন সে তা করছেন তার শিশুটির ভাল ভাবে বেঁচে থাকার আয়োজন করতে , মাও কম যান না ,তিনি স্বামীর পকেট থেকে টাকা সরান শিশুটির জন্য যাতে বাবা বাসায় না থাকা কালীন সময়ে বাচ্চার আবদার মেটাতে পারেন । আসল সত্য হলো অবৈধ উপায়ে রোজগার দিয়ে সন্তানকে ভাল জামা কাপড় পড়িয়ে বাবা মা তাদের আর্থিক অবস্থা প্রকাশ করেন । শিশুকে ভাল স্কুলে পড়িয়ে বাবা-মা নিজেদের সামাজিক অবস্থান প্রকাশ করে থাকেন ।
*তাহলে পরিবারে শিশুর মতামতের মুল্য এত কম কেন ?
*শিশুকে কেন ভুলের জন্য শারীরিক আঘাত মেনে নিতে হবে ?
* তার না বোঝা ভুলের জন্য সে তো দায়ী হতে পারে কি?
যে কোন কাজ করার যোগ্যতা রাখে সে ভুল করতেই পারে । এটা তার অধিকার ।
মহা অশান্তির প্রেম যদি ছেলে-মেয়েরা না করতো (যদিও বাবা মা নিজেরা প্রেম করে বিয়ে করেছেন সুদুর অতিতে ) । বাবা মা মহা শান্তিতে তাদের পছন্দ করা ছেলে বা মেয়ের সাথে নিজের ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে তাদের একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিতেন । ব্যাস তাদের দায়িত্ব শেষ। এবার তাদের চাওয়া হবে ছেলে সন্তানটি (কিছু ক্ষেত্রে মেয়ের স্বামীটি)তাদের বুড়ো বয়সে দেখভাল করবে । এখানে সন্তান দম্পতিদের মনের কতটা মিল বা অমিল তা বাবা মায়ের দেখার বিষয় না । উভয় পরিবারের বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের পরামর্শ দেন একটা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালিয়ে নিতে ।
*এটা কতটা যৌক্তিক পরিবার ব্যবস্থা পনা ?
আমার মনে হয় বাবা মা ঋনী থাকবে সন্তানে প্রতি । সন্তান ছোট বলে বাবা মা তাদের মতামতকে ছোট করে দেখার মন মানসিকতা বদল করতে হবে । শিশুদের সব কথা শুনতে হবে ।
আপনার লিখা পড়েই ধারণা করছি যে
আপনার লিখা পড়েই ধারণা করছি যে কোন কারণে আপনি বা-মা এর উপর চরম ক্ষিপ্ত।
বাবা মার ভুল থাকতেই পারে , তা
বাবা মার ভুল থাকতেই পারে , তা বলে এত ক্ষোভ
আমি বোঝাতে ব্যর্থ হয়েছি ,
আমি বোঝাতে ব্যর্থ হয়েছি , একানে আমার বাবা মায়ের ওপর ক্ষোভ বোঝাতে চাইনি । আমি চেয়েছি একটি সন্তান যেন তার পুর্ণ মানবাধিকার নিয়ে একটা পরিবারে বড় হয় । তাতে করে সে পুর্ণ মানুষ হবে । আর সমাজে মানুষের সংখ্যা বৃদ্ধি বড় দরকার ।
এইবার বুঝছি
এইবার বুঝছি 😀 😀 😀
কথা ঠিক, পূর্ণ তখন্নি পাবে
কথা ঠিক, পূর্ণ তখন্নি পাবে যখন তাদের কোন ভুল থাকবে না
ভাই রাগ করছেন বাবা মায়ের
ভাই রাগ করছেন বাবা মায়ের সাথে? ওয়েট করেন। রাগ কমলে আপনি নিজেই ব্যাপার গুলো এভাবে দেখবেন না। সিরিয়াস? তাহলে ভাববার বিষয়! !