কমিউনিস্টরা তাদের মতামত এবং লক্ষ্য গোপন করাকে ঘৃণা করেন। তারা খোলাখুলিভাবে ঘোষণা করেন যে, বল প্রয়োগে বিদ্যমান সকল সমাজ ব্যবস্থার উচ্ছেদের মাধ্যমেই তারা লক্ষ্যের দিকে এগিয়ে যান। সময় এসেছে শাসকশ্রেণীকে কমিউনিস্ট বিপ্লবের কম্পন শুনিয়ে দেয়ার। সর্বহারাদের হারানোর কিছুই নেই, শুধু তাদের শৃঙ্খল ছাড়া। জয় করার আছে একটি বিশ্ব।
কমিউনিস্টরা তাদের মতামত এবং লক্ষ্য গোপন করাকে ঘৃণা করেন। তারা খোলাখুলিভাবে ঘোষণা করেন যে, বল প্রয়োগে বিদ্যমান সকল সমাজ ব্যবস্থার উচ্ছেদের মাধ্যমেই তারা লক্ষ্যের দিকে এগিয়ে যান। সময় এসেছে শাসকশ্রেণীকে কমিউনিস্ট বিপ্লবের কম্পন শুনিয়ে দেয়ার। সর্বহারাদের হারানোর কিছুই নেই, শুধু তাদের শৃঙ্খল ছাড়া। জয় করার আছে একটি বিশ্ব।
“নিজেদের ক্রমাগত সমালোচনা করতে হবে, নিজেদের গতি অবিরত বাধাপ্রাপ্ত হবে, প্রথম প্রচেষ্টার অভাব, দুর্বলতা ও ভুলগুলো শুধরে নিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য পুনরায় আরো নির্মমভাবে আরম্ভ করতে হবে। পৃথিবীতে এমন বিশাল এক শক্তির উত্থান ঘটাতে হবে, যা শত্রুদের সিংহাসনকে গুড়িয়ে দিবে, নিজস্ব লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে যতক্ষণ না এমন এক অবশ্যম্ভাবী অবস্থার উদ্ভব ঘটবে, যা উচ্চস্বরে জানান দিবে:
‘এখনই সময়, ছুঁড়ে ফেলো এই ব্যবস্থা !’ ”
ইশটাটাশে লাইক দেয়ার অপশন না
ইশটাটাশে লাইক দেয়ার অপশন না থাকায় তেব্র ধিক্কার জানালাম কমরেড বাই।
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
(No subject)
:মাথাঠুকি:
খামোখা লেখার ওজন কমান ক্যান
খামোখা লেখার ওজন কমান ক্যান কমরেড ? সময় নিয়ে গুছিয়ে সমসাময়িক ঘটনাকে বিশ্লেষণের মাধ্যমে বক্তব্য প্রকাশ করেন । বলপ্রয়োগ ট্রয়োগ দিয়ে যা বললেন তাতে লোকজনের কম্যুনিজমের প্রতি আস্থা সৃষ্টি না হয়ে ভীতি তৈরি হবার ব্যাপক সম্ভাবনা আছে । একারণেই বলছি, মতাদর্শকে খণ্ডিতভাবে না বলে পরিষ্কারভাবে উপস্থাপন করা উচিৎ । জয় সমাজতন্ত্র ।
কথাটা ঠিকই বলেছেন। ধন্যবাদ
কথাটা ঠিকই বলেছেন। ধন্যবাদ :বুখেআয়বাবুল: জয় সমাজতন্ত্র
(No subject)
😀 :ফুল:
(No subject)
:টাইমশ্যাষ: