আচ্ছা যদি এমন হয়
ভাল ছেলেটি বখে গেছে..
তবুও কি বলবে ভালবাসি?
যদি এমন হয়
আদর্শের বুলি কপচানো ছেলেটি
হয়ে ওঠে মৌলবাদী
তবুও কি বলবে ভালবাসি?
আচ্ছা যদি এমন হয়
ভাল ছেলেটি বখে গেছে..
তবুও কি বলবে ভালবাসি?
যদি এমন হয়
আদর্শের বুলি কপচানো ছেলেটি
হয়ে ওঠে মৌলবাদী
তবুও কি বলবে ভালবাসি?
ধর যদি এমন হয়
চরম যুক্তিবাদী ছেলেটি
ধীরে ধীরে হয়ে ওঠে যুক্তিহীন একগুয়ে
তবুও কি বলবে ভালবাসি?
যে ছেলেটি তোমাকে ভালবাসার কবিতা শোনাত
কথায় কথায় সুনীল, শক্তিদের পংক্তিমালা শোনাত
সে যদি মার্ক্স, লেলিনের নি:রস দর্শন শোনায়
তবুও কি বলবে ভালবাসি?
যে ছেলেটি রাস্তার মোড়ে দারিয়ে থাকত
প্রেয়সীর জন্য ফুল হাতে
সেই ছেলেটির হাতে রক্তাক্ত কৃপাণ দেখেও
বলতে পারবে ভালবাসি?
কোন শর্ত ছাড়াই বলতে পারবে ?
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
ভালো লাগল কবিতাটা। চালিয়ে
ভালো লাগল কবিতাটা। চালিয়ে যান!
ভালো লাগল…
ভালো লাগল…
চলুক দেখি
চলুক দেখি ্্্্্্্্্্্্্্্্,
আবারও আইছে ভাইয়ু আমার পিচ্চি
আবারও আইছে ভাইয়ু আমার পিচ্চি পিচ্চি, irrelevant কমেন্টস লইয়া!
ভাই সে লিখছে চলুক দেখি। সে
ভাই সে লিখছে চলুক দেখি। সে কিন্তু লিখতে পারতো “চলুক”!
চলবে। 😀
চলবে। 😀
এখনকার কবিতা তেমন একটা ভাল
এখনকার কবিতা তেমন একটা ভাল লাগেনা। এটা মনে হয় কবিতা না বুঝার অক্ষমতা।আপনার এটা খারাপ হয়নি।
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
ভালই লাগল চালিয়ে যান……..
ভালই লাগল চালিয়ে যান……..
আমি আপনাদের দ্বারা
আমি আপনাদের দ্বারা অনুপ্রাণিত।
কোন শর্ত ছাড়াই বলতে পারবে
কোন শর্ত ছাড়াই বলতে পারবে ?
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
ভালো লাগলো ৷
যে ছেলেটি তোমাকে ভালবাসার
– সম্ভব হলে এই লাইন ক’টার মানে একটু বুঝিয়ে দিয়েন ।
আসলে আমি দর্শন পড়িনি। তাই
আসলে আমি দর্শন পড়িনি। তাই ভালোবাসার কবিতার তুলনায় দর্শন আমার কাছে নিঃরস মনে হয়েছে। হয়তো অন্য কারো কাছে এই দর্শনই অনেক সরস মনে হবে।
(No subject)
:খাইছে: :ভেংচি: :থাম্বসআপ: :ফুল: