ছত্রিশটা অমাবস্যা পার হয়ে
আজ তবে ভোর হোক ।
বকুল ফুলে সূর্যদেবতার পূজো হোক ।
পুজোর আগে ধর্ষিতা হোক ফুলগুলো ।
প্রথম কিরণ দেখুক ধর্ষকের অট্টহাসি ।
দেবীমাতা আর অসুরের প্রণয়ে পুনর্জন্ম হোক আমার ।
জাতিস্মর হয়ে আবার জন্মাতে চাই আমি ।
ছত্রিশটা অমাবস্যা পার হয়ে
আজ তবে ভোর হোক ।
বকুল ফুলে সূর্যদেবতার পূজো হোক ।
পুজোর আগে ধর্ষিতা হোক ফুলগুলো ।
প্রথম কিরণ দেখুক ধর্ষকের অট্টহাসি ।
দেবীমাতা আর অসুরের প্রণয়ে পুনর্জন্ম হোক আমার ।
জাতিস্মর হয়ে আবার জন্মাতে চাই আমি ।
বরণমালার বন্দীত্ব ছেড়ে পুজো হোক সকল আর্তনাদের,
পুজো হোক সকল অশুভ শক্তির ।
আমি ত্রিশুল ছেড়ে খড়গ প্রেমী হতে চাই ।
পুজোতে ধর্ষণ নাকি প্রেমলীলা ?
পুজোতে ধর্ষণ নাকি প্রেমলীলা ?
প্রেমলীলা নয়, ধর্ষন ।
প্রেমলীলা নয়, ধর্ষন ।
খড়গ প্রেমী হতে চাই
খড়গ প্রেমী হতে চাই ————- কে নিষেধ করল
নিষেধ করলে শুনতাম না , বাঁধা
নিষেধ করলে শুনতাম না , বাঁধা পেয়েছি তো তাই অস্তিত্ব জানান দিচ্ছি ।
বাপরা বাপ! পুরো ব্ল্যাক
বাপরা বাপ! পুরো ব্ল্যাক ম্যাজিসিয়ানের মত কথাবার্তা!
আমার ৪টা শার্টের মাঝে ৪টাই
আমার ৪টা শার্টের মাঝে ৪টাই ব্ল্যাক । ৩ টা টি শার্ট এর মাঝে ২ টা ব্ল্যাক । ম্যাজিশিয়ানের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন ? 🙂