মিত্যু যখন আসিয়া দুয়ারে নাড়াইবে দরজা
ছুটিয়া যাইব কাছেতে তাহার
ভাঙ্গিয়া সকল আক্ষেপের কারাগার!!
আজকে আমার নেই কেহ
কাহারও উপর, নেই কোন অধিকার
চারিদিক থেকে ঘিরেছে আমায় হতাশার আধার!!
ছিলাম যখন ছোট
বলিত সবাই,
বাহ!!কী sweet,এই বাবুটা কার??
এখনও বলে সবাই
ছি:!!এই পাপটা কার??
মিত্যু যখন আসিয়া দুয়ারে নাড়াইবে দরজা
ছুটিয়া যাইব কাছেতে তাহার
ভাঙ্গিয়া সকল আক্ষেপের কারাগার!!
আজকে আমার নেই কেহ
কাহারও উপর, নেই কোন অধিকার
চারিদিক থেকে ঘিরেছে আমায় হতাশার আধার!!
ছিলাম যখন ছোট
বলিত সবাই,
বাহ!!কী sweet,এই বাবুটা কার??
এখনও বলে সবাই
ছি:!!এই পাপটা কার??
হতাশ আমায় করে তোলে তখন
যখন প্রশ্ন করে সবাই
এই জারজ টা কার??
ছি: ছি: এই কি ছিল বিধাতার বিচার??
মিত্যু যখন আসিয়া দুয়ারে নাড়াইবে দরজা
ছুটিয়া যাইব কাছেতে তাহার
ভাঙ্গিয়া সকল আক্ষেপের কারাগার!!
আমি পথশিশু ,,
তাতে তোমাদের এত কিছু বলার ,
আছে কি অধিকার??
ভাল
ভাল হয়েছে—————————–
আমিও একজন পথশিশু…!
আমিও একজন পথশিশু…!