তেতুল শফির কথা মনে আছে আপনাদের? না, হেফাজতের শফিকে যে আপনারা ভোলেননি তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তেতুলের কথা হয়তো অনেকেই ভুলে গেছে। তাই বলে আপনি ভাববেন না যে হুজুরের তেতুলামী তাতে কমে গেছে। হয়তো আগামী কোন দিনে শুনবেন জাম্বুরা শফি নামটা!!
আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যেন কোন দল? হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে দলের লোকেরা ফুলের তোড়া নিয়ে দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে তারাই। বাহঃ কত্তো সুন্দর! আপনি নিমিষেই মওদুদী ভক্ত থেকে মুজিব ভক্ত বনে গেলেন। এ কৃতিত্ব কার?
তেতুল শফির কথা মনে আছে আপনাদের? না, হেফাজতের শফিকে যে আপনারা ভোলেননি তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তেতুলের কথা হয়তো অনেকেই ভুলে গেছে। তাই বলে আপনি ভাববেন না যে হুজুরের তেতুলামী তাতে কমে গেছে। হয়তো আগামী কোন দিনে শুনবেন জাম্বুরা শফি নামটা!!
আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যেন কোন দল? হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে দলের লোকেরা ফুলের তোড়া নিয়ে দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে তারাই। বাহঃ কত্তো সুন্দর! আপনি নিমিষেই মওদুদী ভক্ত থেকে মুজিব ভক্ত বনে গেলেন। এ কৃতিত্ব কার?
আচ্ছা, আপনি কি সরকার দলের বিরোধী? গুরুত্বপূর্ণ মামলা চলতেছে আপনার নামে? ধুর মিয়া! এটা কোন চিন্তার বিষয়? যান নাকে তেল দিয়ে ঘুমান। আর শুনেন, ঘুমানোর আগে কষ্ট করে একটু আওয়ামী লীগ এ যোগ দিয়ে যান। তারপর শান্তির ঘুম! আরে মিয়া বিশ্বাস না করার কি আছে? চাপাইনবাবগঞ্জ এর মহিলা ইউপি মেম্বার এর কথা ভুইলা গেছেন? ঐযে কারা যেন তার রক কাইট্যা দিছিল.. জি ভাই তেনারা তো আওয়ামী লীগ এ যোগ দিতেছে।
জামাতের নিবন্ধন তো বাতিল হইল। জামাতিগো কোন টেনশন নাই। আস্তে আস্তে আওয়ামী লীগ এ ঢুকতে পারলেই হয়। তারপরে কিছু একটা করা যাবেই।
হিন্দুরা আগে গঙ্গা স্নান কেন করতো জানেন? পাপ মোচনের আশায়। পাপ মোচন না হোক শরীর পরিষ্কার তো হতো। কিন্তু এখন গঙ্গার পানি নোংরা হয়ে গেছে। তারপরে যদি আপনি সারা গায় গু মেখে গঙ্গায় যান ধৌত করতে, কে বলবে যে আপনার গায় অন্যের গু লাগবে না? আর গঙ্গা? সে আরোও অপবিত্র হবে। গুয়ে গুয়ে ভরে যাবে। আওয়ামী লীগও একসময় গঙ্গার মতো ছিল। এখন গুয়ে গুয়ে ভরে গিয়েছে। দুর্গন্ধ ছড়াতে কতক্ষণ? সারা গায় যাদের গু (জামাত শিবির) তারাও যদি আওয়ামী লীগে আসে তাহলে তো সমস্যাই।
রাজনীতি ও রাজনীতিবিদ বড়
রাজনীতি ও রাজনীতিবিদ বড় সেলুকাস
সহমত।
সহমত।
সর্বময় ক্ষমতার অপব্যবহার
সর্বময় ক্ষমতার অপব্যবহার একনায়কতন্ত্রের আভাস! :মনখারাপ:
একনায়কতন্ত্র কায়েম হোক না হোক
একনায়কতন্ত্র কায়েম হোক না হোক পরিবারতন্ত্র বাংলাদেশে কায়েম হয়ে গেছে।