বলছি না বৃষ্টি লাগবেই
চাই গরমে একটু ছায়া ও
ঠান্ডা বাতাস।
বলব না বৃষ্টির জল দাও
এই গরমে যেন টিউবঅয়েলে পানি উঠে।
পাই যেন এই একটু প্রকৃতিক ঠান্ডা জল।
পুকুর ডোবার জল ফুটিয়ে পান করতে করতে আমি অতিষ্ট
চাই প্রচণ্ড তৃষ্ণায় যেন কল চেপে
বলছি না বৃষ্টি লাগবেই
চাই গরমে একটু ছায়া ও
ঠান্ডা বাতাস।
বলব না বৃষ্টির জল দাও
এই গরমে যেন টিউবঅয়েলে পানি উঠে।
পাই যেন এই একটু প্রকৃতিক ঠান্ডা জল।
পুকুর ডোবার জল ফুটিয়ে পান করতে করতে আমি অতিষ্ট
চাই প্রচণ্ড তৃষ্ণায় যেন কল চেপে
এক গ্লাস বিশুদ্ধ ঠান্ডা জল পান করতে পারি
পুকুরে জল শুকিয়ে হাটুকাঁদাপানি
চাই এক বালতি স্বচ্ছ ঠাণ্ডা গোসলের জল
ফসলের মাঠ ফেটে চৌচির
বলছি না বৃষ্টি চাই ই চাই
শুধু যেন আমার কৃষকে চোখের জল বৃষ্টি হয়ে না ঝড়ে
চার আঙ্গুল গভির স্বচ্ছ গরম জলে ব্যাঙ্গাচি গুলোর প্রাণ ওষ্ঠ্য গত
বলছিনা বৃষ্টি হতেই হবে
শুধু ব্যঙ্গাচি গুলোর প্রাণ ভিক্ষাচাই
তবুও বলছি হে বৃষ্টি রানী
একটু বৃষ্টি হলে ভালই হত।।
~একটু বৃষ্টি হলে ভালই হত
বৈশাখ ১০,১৪২১
বললাম তোমায়, কাল বৃষ্টি হবে
চল হাত ধরে বৃষ্টিতে ভিজি
আসুখের দোহাই দিয়ে তুমি মানা করে দিলে
বলিলাম, তাহলে কাল অগ্নি বর্ষণ হোক।
বলে দিলাম তোমার সাথে বৃষ্টিতে ভিজব বলেই করলাম পণ
আর তুমি ভিজবে না বলেই বৃষ্টি হচ্ছে না
~অগ্নি বর্ষণ হোক
বৈশাখ ১২, ১৪২১
আজ তুমি এলে বৃষ্টি ছুয়ে
আজ তুমি এলে বৃষ্টি ছুয়ে যেত
আমার জানালার সবুজ গ্রীল
আজ তুমি এলে দৃষ্টি খুজে পেত
পথের সীমানার অবুঝ নীল!
আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে
আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে