রাসেল বাই, আমি সরাসরি ঘটনায়
চলে যাচ্ছি। ইটস সো উইয়ার্দ ।
আমি তখন কলেজে নতুন । বিকাল বেলার
ঘটনা । হঠাত্ নিউটনের মহাকর্ষ সূত্র মাথায়
আসলো । সূত্রটা পরীক্ষা করার জন্য
আমি ‘পদ্মা নদীর মাঝি’ বই নিয়ে বের
হলাম । তারপর একটা আপেল গাছের
নিচে বসলাম । সূত্র
অনুযায়ী আপেলটা নিচে পড়ার কথা । অবশ্যই
রাসেল বাই, আমি সরাসরি ঘটনায়
চলে যাচ্ছি। ইটস সো উইয়ার্দ ।
আমি তখন কলেজে নতুন । বিকাল বেলার
ঘটনা । হঠাত্ নিউটনের মহাকর্ষ সূত্র মাথায়
আসলো । সূত্রটা পরীক্ষা করার জন্য
আমি ‘পদ্মা নদীর মাঝি’ বই নিয়ে বের
হলাম । তারপর একটা আপেল গাছের
নিচে বসলাম । সূত্র
অনুযায়ী আপেলটা নিচে পড়ার কথা । অবশ্যই
পড়বে ।
প্রায় এক ঘন্টা হয়ে গেল । কিন্তু
আপেলটা এখনো পড়েনা ।
তাইলে কি মহাকর্ষ সূত্র ভুল? তারপর ঘটল আসল
ঘটনা । রাসেল বাই এটা দেখার জন্য
আমি মোটেও প্রস্তুত ছিলাম না ।
চিন্তা করতে করতে আমার বইয়ের উপর
একটা পাতা এসে পড়ল । পাতার রঙ মোটেও
সবুজ ছিল না । শুকনো বিবর্ণ পাতা । আমার
বুঝতে বাকি রইলো না যে এই পাতার ভিতর
পিশাচ আছে । পিশাচ ক্লোরোফিল
খেয়ে ফেলেছে।
ভয়ে আমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল
কাঁপতে লাগল । কপাল দিয়ে ঘাম
বেয়ে পড়ছিল । আমি ঐ পৈশাচিক
পাতাটা ফেলে দিয়ে দিলাম দৌঁড় ।
দৌঁড়াতে দৌঁড়াতে পিছনে একবার
তাকালাম । আপেলটা তখনো ঝুলছিল ।
তারপর আর কিছু মনে নেই । সেনসলেস
হয়ে গেছিলাম । যখন জ্ঞান ফিরে তখন
নিজেকে বিছানায় আবিষ্কার করলাম ।
প্রায় দশদিন জ্বরে ভুগেছিলাম ।
পরে আর ঐ গাছের নিচে যায়নি।
আপেলটা এখনো ঐ
গাছে ঝুলছে কিনা জানিনা ।
এই ছিল ঘটনা । ধন্যবাদ।
ভাইরে.. কি লিখলেন এইটা..
ভাইরে.. কি লিখলেন এইটা.. হাসতেই আছি..
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
হাস এন
হাস এন
চরম লিখেছেন… ভুত এফএম শুনলে
চরম লিখেছেন… ভুত এফএম শুনলে এখন হাসি পায়
হি হি হি
হি হি হি
এই জিনিস মানুষ কেমনে শুনে?
এই জিনিস মানুষ কেমনে শুনে? এখন তো দেখি ডিসকভারিও রাত একটায় একই জিনিস চালু করছে। পাগল শুধু বাংলাদেশেই না, সারা দুনিয়া জুড়েই আছে।
যা রটে, তা কিছুতা বটে!
যা রটে, তা কিছুতা বটে!
Replies believe it or
Replies believe it or not
বিশ্বাস কর না হইলে চুপ কর। :ভাঙামন: :ভাঙামন: :ভাঙামন:
হাসতে হাসতে শেষ
হাসতে হাসতে শেষ :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
(No subject)
:ক্ষেপছি: :ক্ষেপছি: