ত্রিশ সেকেন্ড, চোখাচোখি
ত্রিশ সেকেন্ড পড়া,
কি ছিলো সেই, চোখের ভাষা
একটু যাচাই করা।
ঠোটের ফাকে, লাজুক হাসি
লজ্জা রাঙ্গা গাল।
ছুতোর জন্য, যুক্ত করো
কথার ইন্দ্রজাল।
চালাও যদি, একটি দুটি
ত্রিশ সেকেন্ড, চোখাচোখি
ত্রিশ সেকেন্ড পড়া,
কি ছিলো সেই, চোখের ভাষা
একটু যাচাই করা।
ঠোটের ফাকে, লাজুক হাসি
লজ্জা রাঙ্গা গাল।
ছুতোর জন্য, যুক্ত করো
কথার ইন্দ্রজাল।
চালাও যদি, একটি দুটি
কথার মতো কথা,
দেখবে কেমন ধীরে ধীরে
কমছে অস্থিরতা।
বারো মিনিট, অনেক সময়
একটি প্রেমের জন্য।
হও না তুমি গাধা, কিংবা
হও না তুমি বন্য।
বিধ্র: সম্প্রতি একটি গবেষনা থেকে “বারো মিনিটে প্রেম” সম্বব। সেটার উপর ভিত্তি করেই কবিতাটা লিখতে চেষ্টা করেছি হলো কি হলো না, তার বিচারের ভার পাঠকের।
প্রেম পাচ সেকেন্ডেরও হতে
প্রেম পাচ সেকেন্ডেরও হতে পারে!
কেন হতে পারে না আমান ভাই , এক
কেন হতে পারে না আমান ভাই , এক তরফা হতেই পারে
(No subject)
:নৃত্য: :নৃত্য:
ভালবাসা আসলেতে পিটুইটারির
:শয়তান:
গিরিদেব,
ভাল বলেছ । কথাটা
গিরিদেব,
ভাল বলেছ । কথাটা নচিকেতার না ?
চমৎকার !!!!!!!!
ছন্দ –
চমৎকার !!!!!!!!
ছন্দ – অন্ত্যমিল এক কথায় অসাধারণ !
অনেক ভাল লাগলো ।
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: