ভালবাসার হৃদপিন্ড যখন এফোঁড়-ওফোঁড়
হয়ে যায়,
নির্বাক কোন দুপুরে ডাহুকীর গলা
ফাটা চিৎকার সর পড়া পুকুরের
পানি যেন একটু কেঁপে উঠে,
থেকে থেকে গুমোট বর্ষণ হয়
আমার মধ্যে-
আমা হতে যে বৃষ্টি হয়
তাতে প্লাবিত হয় আমার ভালবাসা।
ন্যুজ্ব আমার মধ্যে কেউ যেন
হঠাৎ ক্ষেপে উঠে;
গলাফাটা নিস্তব্ধ শব্দে
আমার ভালবাসাগুলো
মুহুর্তেই খারাপ হয়ে যায়।
নষ্ট হওয়ার কষ্ট নিয়ে বেঁচে থাকা,
এ যেন আদি ও অকৃত্রিম ধবংসস্তুপের
উপর সঁপে দিয়ে
কষ্টের প্রহর গোনা।
অন্যরকম স্বাদ পেলুম…
অন্যরকম স্বাদ পেলুম… :থাম্বসআপ:
(No subject)
😀 😀 😀
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
হুম.. ইদানিং গরমের মধ্যেও
হুম.. ইদানিং গরমের মধ্যেও দেখি রোমান্টিকতা উপচে উপচে পড়ছে…
বি.দ্র: ভাবী জানে? :ভেংচি:
ডিজিটাল যুগে ভাবীদের কোন
ডিজিটাল যুগে ভাবীদের কোন কিছুই অজানা থাকেনা।
ভালো লাগলো
ভালো লাগলো
থ্যাংকু।
থ্যাংকু।
বরাবরই আপনার কবিতা ভাল
বরাবরই আপনার কবিতা ভাল লাগে।
এবার-ও তার অন্যথা হয়নি।
আশা করি, আরো ভালো লিখবেন।
শুনে প্রীত হইলাম।
শুনে প্রীত হইলাম।
কাব্যসুষমায় ভরপুর।
কাব্যসুষমায় ভরপুর।
ভাল লাগার মতো কবিতা। এককথায়
ভাল লাগার মতো কবিতা। এককথায় ভয়াংকর ভালো লাগলো :গোলাপ: :ফুল:
বাহ দারুণ লাগল তো
বাহ দারুণ লাগল তো
ভাললাগা জানালাম
ভাললাগা জানালাম